নারী টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বড় জয়!

সাকিব শাওন »

অস্ট্রেলিয়ার ক্যানেবেরাতে প্রথমে ব্যাটিং নামে উইন্ডিজ দল। শুরুতেই রানে খাতা খোলার আগেই ইনিংসের প্রথম বলে সাজঘরে ফিরে যান ওপেনার হাইলি ম্যাথুইজ। এরপর সাময়িক  চাপ সামাল করার চেষ্টা করলে দলীয় ২৫ রানে আবার উইন্ডিজ লাইন আপে আঘাত হানেন ডি বাইগ। সে চাপ সামলে উঠতে উঠতে দলীয় ২৮ রানে আবার উইকেট যায় উইন্ডিজের। এরপর ৬৩ রানের জুটি গড়েন টেলর-ক্যাম্পবেলে। দুজনেই ব্যক্তিগত ৪৩ রান করে ফিরে গেলে উইন্ডিজ দল তখন ভেঙ্গে পড়ে। বড় সংগ্রহর আশা জাগালেও সেটা শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি। তাইতো উইন্ডিজ দল নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে। পাকিস্তানি বোলারদের পক্ষে বাইগ,আইমানি ও নিধা উভয়ই ২ উইকেট করে সংগ্রহ করে।

জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমেই চওড়া হয় উইন্ডিজ বোলারদের ওপর। ওপেনিং জুটি থেকে আসে ৫৮ রান। এরপর জাবেরিয়া খান ৩৫ রান করে আউট হন এছাড়া মুনিবা আলি করেন ২৫ রান করে আউট হন। বাকি পথ সাবধানেই এগিয়ে নিয়ে যায় অধিনায়ক মারুপ এবং নিধা জুটি। মারুপ ৩৭* রান করে অপরাজিত থাকেন এবং নিধা থাকেন ১৮* রানে অপরাজিত। ১৮.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান হাতে ৮ উইকেট নিয়ে।
উইন্ডিজের পক্ষে ১ উইকেট করে লাভ করেন টেলর এবং ফ্লেচার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »