নিউজ ডেস্ক »
অনেকদিন ধরেই মাঠের বাইরে দেশের সকল ক্রিকেটাররা। এমন সময় তারা মানসিক ভাবে ভেঙে পড়তে পারে৷ এই কারণেই অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ও নারী জাতীয় দলের ক্রিকেটারদের মানসিক ভাবে ফিট রাখতে মনোবিদের সাহায্য নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি’র) পরিচালক ও নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। দৈনিক মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান নারী ক্রিকেট দলের ২৫ জন ক্রিকেটারদের নিয়ে আগামী সপ্তাহে ২টি সেশন নেবেন মনোবিদ কানাডিয়ান প্রবাসী আজহার আলী। এর আগে থেকে জানা ছিলো অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা এই সুযোগ পাবেন।
নাদেল বলেন, ‘অনেকদিন হয়ে গেলো মাঠে খেলা নেই। আমাদের নারীদল সারাবছর এমনিতেই কম খেলার সুযোগ পায়। আর এমন পরিস্থিতি নারী দলের জন্য বেশ কটিন।এখানের পরিবেশ ও ভিন্ন। এই কারণে তাদের চাঙা রাখতে মনোবিদের প্রয়োজন রয়েছে। আগামী সপ্তাহে ২টি সেশনে ক্লাস নেবেন আজহার। এই ক্লাসে নারী দলের ২৫ জন ক্রিকেটারকে রাখা হবে।’
এইদিকে বিসিবি’র আরেক পরিচালক আকরাম খান জানান প্রয়োজন পড়লে জাতীয় দলের ক্রিকেটারদেরও ক্লাস নেবেন এই মনোবিদ। তবে এটি সম্পূর্ণ নির্ভর করছে জাতীয় দলের ক্রিকেটারদের উপর।
নিউজক্রিকেট/রীম