নামিবিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি২০ বিশ্বকাপে গতকাল দিনের দুই খেলায় আমেরিকা বনাম পাকিস্তানের ম্যাচ যখন জমে ক্ষীর, তখন চলছিল স্কটল্যান্ড বনাম নামিবিয়ার ম্যাচও। এই ম্যাচে ৫ উইকেটে জয়লাভ করেছে স্কটল্যান্ড।

 

ব্রিজটাউনে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান করে নামিবিয়া। সর্বোচ্চ ৩১ বলে ৫২ রান করেন ইরাসমুস। নিকোলাস ডেভিন ১২ বলে ২০ ও জেন গ্রীণ ২৭ বলে ২৮ রান করেন। বার্ড হোয়েল ৩ ও বার্ড কুরি ২ উইকেট শিকার করেন।

 

১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাইকেল জোন্সের ২০ বলে ২৬, ব্রেন্ডন ম্যাকমুলেন এর ১৭ বলে ২৯, অধিনায়ক রিচি বেয়ারিংটনের ৩৫ বলে অপরাজিত ৪৭ ও লেসেকের ১৭ বলে ৩৫ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৮.৩ ওভারে ১৫৭ রান সংগ্রহ করে ৫ উইকেটের জয় তুলে নেয় স্কটল্যান্ড।

 

বল হাতে ১ উইকেট শিকারের পর ব্যাট হাতে ১৭ বলে ৩৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মিশেল লেসেক। এটি স্কটল্যান্ডের ২ ম্যাচে প্রথম জয়। অপরদিকে নামিবিয়ার ২য় ম্যাচে ১ম পরাজয়। বি গ্রুপে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে পেছনে ফেলে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্কটিশরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »