নাঈমের ৫ উইকেট-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টেস্ট ক্রিকেট একটা ঐতিহ্যের খেলা,আর এই টেস্টে সেঞ্চুরি করা কিংবা ৫ উইকেট পাওয়া অন্যরকম এক মাইফলক। গতদিন সেঞ্চুরির দেখা পেয়েছেন অধিনায়ক মমিনুল এবং ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। তাঁদের কাছে এটা একটা অন্যরকম প্রাপ্তি।

ঢাকা টেস্টের চতুর্থ দিন এসে বাংলাদেশের তরুণ অফ স্পিনার নাইম পেয়েছেন ৫ উইকেটের দেখা। একাই জিম্বাবুয়ের লাইন আপ কে ভেঙ্গে খানখান করে দিয়েছেন তিনি। দুপুরে লাঞ্চ বিরতি থেকে এসে ৫ উইকেটের দেখা পান এই স্পিনার।

গতকাল শেষ বিকালে জিম্বাবুয়ের ২য় ইনিংসে শুরুতেই ডাবল আঘাত হানেন এই বোলার। আজকের দিনে ৩ উইকেট তুলে নিয়ে তাঁর ৫ উইকেটের মাইলফলক তৈরী করেন। ২য় ইনিংসে কোন পেসারই সফলতার দেখা পাননি। দুই পেসারই ছিলেন উইকেট শূণ্য। অন্যদিকে স্পিনার তাইজুল নিয়েছেন ৩ উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »