fbpx

নতুন রূপে সাজছে সিলেট স্টেডিয়াম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

বাংলাদেশে যে কয়টা আন্তর্জাতিক স্টেডিয়াম আছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এর মধ্যে অন্যতম। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু হিসেবে সিলেটে এই স্টেডিয়াম নির্মাণ করা হয়। শুরুর দিকে এখানে তেমন একটা খেলা না হলেও এখন প্রায়ই আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়। এছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর কিছু ম্যাচ কয়েক বছর ধরে নিয়মিত সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।

এবছর অর্থাৎ আগামী ডিসেম্বরে বসছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আরেকটি আসর। আর এই টুর্নামেন্টের জন্য নতুন করে সাজানো হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামকে। প্রায় চার মাস ধরে চলছে স্টেডিয়ামে নতুন ঘাস সংযোজনের কাজ। প্রথম দফায় ঘাস লাগানোর পরে প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় সব ঘাস তুলে পুনরায় ঘাস সংযোজন করা হচ্ছে।

বাংলাদেশের অষ্টম আন্তর্জাতিক ভেন্যু হিসেবে স্বীকৃতি পেয়েছিলো সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এমন একটি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ছিলো সিলেট বাসীর প্রাণের দাবি। অবশেষে তাদের প্রাণের দাবি বাস্তবায়নে রূপ নেবার পর এখন বছরে একবার হলেও এই স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পারে সিলেটের ক্রিকেট প্রেমীরা।

আইসিসির ম্যাচ রেফারি জেফ ক্রো প্রথমবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করতে এসে বলেছিলেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশে গড়া এই স্টেডিয়াম। একইসাথে এশিয়ার সবচেয়ে সুন্দর পাঁচটি স্টেডিয়ামের একটি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়াম দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাবেক কোচ চন্ডিকা হাতুড়েসিংহেও।

চারিদিকে চা বাগান আর মধ্যে এই স্টেডিয়াম অবস্থিত। দর্শকদের বসার জন্য চা বাগানের একটা দিক স্টেডিয়ামের অন্তর্ভুক্ত করা হয়েছে যা গ্রীন গ্যালারি নামে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের ঐতিহ্যে গড়ে উঠেছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটি। স্টেডিয়াম কর্তৃপক্ষের সাথে কথা হলে জানা যায়, বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আগেই স্টেডিয়াম সংস্কার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এবং দেশের পাশাপাশি বিশ্বের সকল নামীদামী ক্রিকেটারদের বরণ করে নিতে প্রস্তুত থাকবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •   
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »