নতুন পোশাক না কিনে দুঃস্থদের সাহায্যের আহবান মুশফিকের

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের মোকাবেলায় ভেঙ্গে পরেছে দেশের অর্থনৈতিক ব্যাবস্থা। এই অর্থনৈতিক চাকাকে কিছুটা সচল রাখতেই সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে দোকান এবং শপিংমলগুলো। তবে নিজের নিরাপত্তার জন্য সেখানে যেতে নিরুৎসাহিত করেছে সরকার। তবুও ঈদকে সামনে রেখে নতুন পোশাক কিনতে মার্কেটে ভীড় করছে মানুষ। যেটা দেশের ভবিষ্যৎে দেশের করোনা ভাইরাস মোকাবিলার জন্য অশনিসংকেত। তবে দেশের এই পরিস্থিতিতে একটা ঈদে পোশাক না কিনে সেটা গরীবকে দান করার জন্য আহবান জানিয়েছেন মুশফিকুর রহিম।

সোমবার (১৮’ই মে) ইয়ং বাংলার এক লাইভ অনুষ্ঠানে একথা বলেন মুশফিকুর রহিম। মুশফিক বলেন,’ একটা ঈদে মানুষ যেভাবে শপিংয়ের জন্য বের হয়েছে এটা খুবই উদ্বেগজনক। একটা ঈদে নতুন পোশাক না কিনে সেটা দিয়ে মানুষকে যদি সাহায্য করেন সেটা একটা ভালো কাজ হবে। আমার মনেহয় সেদিক থেকে সবাই একটু সচেতন হবেন। ভয় পেতে হবেনা। তবে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ।

ঈদে মানুষদের বাড়ি যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুশফিকুর রহিম। এসময় জীবনে প্রথমবার পরিবার ব্যাতিত ঈদ করার কথা জানিয়ে সকলকে নিজ স্থানে থেকেই ঈদ পালন করার আহবান জানিয়েছেন মুশফিকুর রহিম। তিনি বলেন,’ আমার মনেহয় এটা অবশ্যই খুবই জরুরি। কোনকিছু বলার আগে নিজে করাটা সাবথেকে উত্তম। আমার বয়সে কখনই ঢাকায় ঈদ করা হয়নি। এটাই প্রথম। আমি আশাকরি ঢাকায় ঈদ করবো। তাও একা। কারণ আমার বাবা-মা বগুড়ায় থাকে৷ এখানে অনেক বড় ঝুঁকি থাকে। এখান থেকে যার যার গ্রামের বাড়ি যাবেন। আবার ফেরৎ আসবেন। এটাতে অনেক ঝুঁকি থাকে। দেখা যাচ্ছে আপনার (করোনা) উপসর্গ আছে। আপনি গ্রামের বাড়ি যাচ্ছেন ওখানে আপনার পরিবারের সদস্যরা আক্রান্ত হতে পারে। এই জিনিসগুলো অবশ্যই চিন্তা করতে হবে।’

বাংলাদেশ সময়: ১০:২৫ এএম

নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »