https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিয়ে ফাইনালের স্বপ্ন টিকিয়ে রেখেছে দিল্লি ক্যাপিটালস।
হায়দ্রাবাদের দেয়া ২৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার পৃথ্বী শ এবং শিখর ধাওয়ানের ব্যাটে শুভ সূচনা পায় দিল্লি। দুই ওপেনার মিলে গড়েন ৬৬ রানের জুটি। ধাওয়ান অবশ্য ফিরে যান ১৬ বলে ১৭ রানের মন্থর গতির ইনিংস খেলে। অপর প্রান্তে থাকা পৃথ্বী শ’র ব্যাটে জ্বলতে থাকে আগুন। প্যাভিলিয়নে ফিরে যাবার আগে ৩৮ বলে ৫৬ রানের ইনিংস খেলেন পৃথ্বী। এদিকে মিডল অর্ডারে নামা আরেক তরুণ রিশাব পান্ত বাকি ইনিংস টেনে নিয়ে যান একাই। মাত্র ২১ বলের মোকাবেলায় ফিফটি থেকে ১ রান দূরে থেকে ফিরে যান ১৯তম ওভারের পঞ্চম বলে। শেষ ওভারে ৫ রান প্রয়োজন হলে ১ বল বাকি থাকতে এবং দুই উইকেট হাতে রেখে ম্যাচ চার মারেন ক্যারিবিয়ান কিমো পল।
বল হাতে হায়দ্রাবাদের খলিল আহমেদ, ভুবনেশ্বর কুমার এবং রশিদ খান নেন ২টি করে উইকেট। ১টি উইকেট পান দিপক হুদা।
প্রথম ইনিংসে ব্যাট করতে নামা হায়দ্রাবাদ টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটসম্যানদের ছোট ছোট সংগ্রহে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের সংগ্রহ পায় অরেঞ্জ আর্মিরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন মার্টিন গাপটিল। মানিশ পান্ডের ব্যাট থেকেও আসে ৩০ রান।
দিল্লির হয়ে বল হাতে কিমো পল ৩টি, ইশান্ত শর্মা ২টি, অঙ্কিত মিশ্র ১টি এবং ট্রেন্ট বোল্ট নেন ১টি উইকেট।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১০ মে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস।