ধোনির রেকর্ড ছুঁয়ে ফেললেন সাউদি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। যেখানে ৯০টি টেস্ট ম্যাচ ও ১৪৪টি টেস্ট ইনিংসে ৭৮টি ছয় মারেন কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটার। এবার ধোনির সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন নিউজিল্যান্ডের পেসার বোলার টিম সাউদি।

আজ শনিবার ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়েলিংটন টেস্টে দুটি ছক্কা মেরে এই মাইলফলক স্পর্শ করেন টিম সাউদি। এতে করে ১৩১ টেস্ট ইনিংসে ৭৮টি ছক্কা হয়েছে কিউই এই পেসারের। যেখানে ১৪৪টি ইনিংস ধোনিরও টেস্ট ক্যারিয়ারে ছক্কা ৭৮টি। তাই ইনিংসের বিচারে ধোনির থেকে বেশ এগিয়ে রয়েছেন সাউদি।

অন্যদিকে, সামনে ধোনির ছক্কার সংখ্যায়ও টপকানোর সুযোগ আছে সাউদির। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন শেষে ১৮ বলে ২৩ রান করে অপরাজিত আছেন কিউই এই লোয়ার অর্ডার ব্যাটার।

সম্প্রতি, ব্রেন্ডন ম্যাকালামকে টপকে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা (১০৯) হাঁকানোর রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »