https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
ভারতীয় ক্রিকেটের উত্থান ধোনি যুগের আগে হলেও নিজেদের অবস্থান ধরে রাখার ক্ষেত্রে সর্বদাই সচেষ্ট ছিলেন সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের ক্রিকেট ইতিহাসে ধোনিই একমাত্র অধিনায়ক যার হাত ধরে আইসিসির তিনটি বড় আসরের ট্রফি জিতেছে তারা।
অন্যদিকে শুধু জাতীয় দলেই নয় ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ আইপিএলেও চেন্নাইর জার্সি গায়ে ধোনি সাফল্য পেয়েছেন দুহাত ভরে। মূলত ২০১১ সালের বিশ্বকাপ জয়ের পর থেকেই ধোনির জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে দাঁড়ায়। ধোনির জনপ্রিয়তায় যে শুধু মাঝবয়সী তরুণ-তরুণীই ছিলেন তা নয়। এবার এক বৃদ্ধার ভালোবাসায় সিক্ত হলেন মহেন্দ্র সিং ধোনি।
মুম্বাইয়ের ওয়েংখেরে স্টেডিয়ামে ম্যাচ শেষে ড্রেসিং রুমের সামনে প্লেকার্ড হাতে দারিয়ে থাকেন এক বৃদ্ধা। বৃদ্ধাকে দেখে এড়িয়ে না গিয়ে তার সাথে বসে কথা বলেন ক্যাপ্তেন কুল ধোনি। এদিকে ধোনির সেই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভক্তের প্রতি ধোনির এমন ভালোবাসার প্রকাশে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন ধোনি।
https://web.facebook.com/TheChennaiSuperKings/videos/2619020154837612/