নিউজ ডেস্ক »
বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হার নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস। সে ম্যাচে ভারত প্রায় জেতা ম্যাচকে কঠিন করে তুলেছিলো বলেও জানান বেন স্টোকস। তবে এর ঘোর বিরোধীতা করেছেন ক্যারিবিয়ান পেসার মাইকেল হোল্ডিং।
বেন স্টোকস তার আত্মজীবনীমূলক গ্রন্থ “বেন স্টোকস অন ফায়ার” এ ঐ ম্যাচের বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন ঐ ম্যাচে শেষের দিকে ধোনির অতিরিক্ত রক্ষণাত্মক খেলার কারণেই ম্যাচটি ইন্ডিয়ার হাত থেকে বেরিয়ে যায়। সে ম্যাচে নাকি ধোনির ভিতরে জয়ের কোন ইচ্ছেই দেখেননি স্টোকস। তবে এর বিরোধীতা করে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে হোল্ডিং জানান,’ মানুষ ঐ দিন সম্পর্কে যেকোনো কিছু লিখতে পারে। কারণ মানুষ যখন বই লিখে তখন তার মতামত অনেকটা মুক্ত। সত্যি বলতে, অনেক মানুষ সেদিন খেলাটি দেখেছিলো। সবাই একই সিদ্ধান্তে পৌঁছাবে না যেটা স্টোকস বলেছে যে, ইন্ডিয়া জয়ের চেষ্টা করেনি। ‘
ম্যাচটি ভারতের জন্য সেভাবে গুরুত্বপূর্ণ ছিলোনা। আর এটি কখনও কোন দলগত সিদ্ধান্ত হতে পারেনা বলেই মনে করেন হোল্ডিং। হোল্ডিং বলেন, ‘এটা ভারতকে জিততেই হবে এমন ম্যাচ ছিলোনা৷ কিন্তু আমি এটা মনে করিনা যে ম্যাচ হারাটা তাদের দলগত কৌশল ছিলো। আমি এই ম্যাচটি দেখেছি। আমিও ভেবেছিলাম তারা তাদের ১০০ শতাংশ দিচ্ছেনা। কিন্তু ধোনির মুখ দেখে মনে হচ্ছিলো তারা যেকোনো মূল্যেই জয়টা চেয়েছিলো। তাই আমি এটা মনে করিনা যে ম্যাচ জয়ের চেষ্টা না করা দলগত সিদ্ধান্ত ছিলো।’
তবে ম্যাচটি ভারতের জন্য যদি বাঁচা মরার লড়াই হতো তবে ভিন্ন একটি ম্যাচ দেখা যেতো বলেও জানান ক্যারিবিয়ান এই সাবেক গতি তারকা।
নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ