ধোনির ছক্কার গোপন রহস্য জানিয়েছিলেন সাব্বিরকে!

নিউজ ডেস্ক »

ফিনিশার মাহেন্দ্র সিং ধোনি অসাধারণ। তবে তাঁর থেকেও অসাধারণ তাঁর ব্যাটিং স্টাইল৷ ঠান্ডা মাথায় বোলারের বুঝে ওঠার আগেই ছক্কা হাঁকানোটা চাট্টিখানি কথা নয়। ম্যাচের পরিস্থিতি যাই হোক কপালে চিন্তার ভাজ খুব কমই পরেছে ভারতীয় এই সাবেক অধিনায়কের। তবে এর রহস্য জানতে চেয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান। ধোনি শুধু বলেছিলেন ‘আত্মবিশ্বাস’।

একটি সাক্ষাৎকারে সাব্বির রহমান বলেন, ‘আমি এক বার ধোনিকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার ব্যাটের রহস্য কী? আমরা ছক্কা মারতে নাজেহাল হয়ে যাই। অথচ তুমি মারলেই তা ছক্কা হয়ে যায়। জবাবে ধোনি বলেছিল, পুরোটাই আত্মবিশ্বাস।’

এছাড়াও একবার ভারতীয় অধিনায়কের ব্যাট চেয়েছিলেন সাব্বির রহমান। দিতে রাজিও ছিলেন মাহেন্দ্র সিং ধোনি। তবে দিয়েছিলেন শর্তও। ভারতের বিপক্ষে এই ব্যাট না ব্যবহারের শর্তেই দিতে রাজি ছিলো ধোনি। সাব্বির রহমানের ভাষায়, ‘ধোনি বলেছিল, তোমাকে আমি ব্যাট দিতে পারি। কিন্তু সেই ব্যাট নিয়ে তুমি ভারতের বিরুদ্ধে নামতে পারবে না। অন্য কোনও ম্যাচে তুমি নামতে পারো।’

বাংলাদেশ সময়: ১১:৩৫ এএম

নিউজক্রিকেট২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »