নিউজ ডেস্ক »
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ভারত-পাকিস্তানের প্রথমবারের মত ক্রিকেটপ্রেমীরা দেখেছিল ট্রাইবেকার। যার অফিশিয়াল নাম ছিল ‘বোল-আউট’। টাই হওয়া ম্যাচটি সমাধানের জন্য এক অদ্ভুত নিয়ম করেছিল ঐ ম্যাচ অফিশিয়ালরা। নিয়মটি এমন ছিল যে, ব্যাটসম্যান ছাড়া উইকেটে সঠিক নিয়মে বল করে স্ট্যাম্পে আঘাত করতে হবে। একজন করে পর্যায়ক্রমে ২ দলের সুযোগ ছিল ৫ বার উইকেট ভাঙার।
তবে প্রথম তিনবারের একটি সুযোগও নস্ট না করা ভারত ৩-০ তে ট্রাইবেকার জিতে নিয়েছিল।একইসাথে পাকিস্তান তাদের প্রথম তিনবারের একটি সুযোগও কাজে লাগাতে পারেনি। ভারতের অধিনায়ক মোহেন্দ্র সিং ধোনি সেদিন দলের নিয়মিত বোলার ব্যবহার না করেই অসাধারণ বুদ্ধিমত্তায় সহজেই ট্রাইবেকার জিতে নিয়েছিল ভারত।
ধোনি সেদিন ব্যবহার করেছিলেন দলের অনিয়মিত বোলার ভিরেন্দর শেবাগ, রবিন উথাপ্পা, এবং একমাত্র নিয়মিত বোলার হরভজন সিংকে যারা সবাই উইকেট ভাঙতে সমর্থ হয়। জবাবে পাকিস্তানের হয়ে বোলিং করেছিলেন উমর গুল, শহীদ আফ্রিদি, এবং ইয়াসির আরাফাতের মত দেশসেরা বোলার যাদের কেউই স্ট্যাম্পে বল লাগাতে পারেনি।
কিভাবে অনিয়মিত বোলার ব্যবহার করেই ধোনি সফল হয়েছিল সেই গল্প জানালেন রবিন উথাপ্পা। তিনি জানান, ‘দারুণ এক পরিকল্পনা ছিল ধোনির। পাকিস্তানের উইকেট কিপার দাঁড়িয়েছিল স্ট্যাম্পের ডান পাশে যেটা কিপারদের স্বাভাবিক অবস্থান। কিন্তু ধোনি স্বাভাবিক অবস্থানে দাঁড়িয়ে না থেকে বসেছিল একদম স্ট্যাম্পের সোজাসুজি এবং আমাদের বলেছিল, স্ট্যাম্পে না তাকিয়ে তার শরীর সোজা বল করতে। আর এতেই আমাদের বল সোজাসুজি স্ট্যাম্পে আঘাত করেছিল।’
বাংলাদেশ সময়: ৮:৪৫ পিএম
নিউজক্রিকেট/এমএস