নিউজ ডেস্ক »
ভারতের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নির্মিত এমএস ধোনিঃ দ্য আনটোল্ড স্টোরি সিনেমায় ধোনির চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। রোববার (১৪ জুন) সুশান্তের মুম্বাইয়ের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি ভারতের পাটনায় জন্মগ্রহণ করেছিলেন তিনি৷ মাত্র ৩৪ বছর বয়সেই সুন্দর এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। মূলত যন্ত্র প্রকৌশল নিয়ে পড়াশোনা শুরু করলেও শেষ পর্যন্ত অভিনয়ে জড়িয়ে গেলে আর পড়াশোনা সম্পূর্ণ করতে পারেন নি। থিয়েটার থেকে একটা সময় রূপালি পর্দায় কাজ করার সুযোগ পান সুশান্ত।
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয় করেই বলিউডে বেশ সুনাম কুড়িয়েছেন সুশান্ত রাজপুত। এছাড়াও আরো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।