ধাওয়ানের গানে হতবাক তামিম!

নিউজ ডেস্ক »

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো প্রতিবেশী দেশ ভারত৷ আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে কম নাটক হয়নি সে ম্যাচের পর। তবে এই ম্যাচে মজার ঘটনা আছে একটি।

সে ম্যাচে ভারতের দেয়া বিশাল ৩০০+ রানের লক্ষ্য ব্যাট করতে নামে বাংলাদেশ। হঠাৎ পেছন থেকে কে যেনো জোরে জোরে গান গাওয়া শুরু করলেন। তামিম হতবাক হয়ে পেছনে তাকালে দেখতে পান স্লিপে দাঁড়িয়ে ভারতের শিখর ধাওয়ান জোর গলায় গান গাইছেন।

সম্প্রতি এক অনলাইন আড্ডায় এই ঘটনার ব্যাখ্যা দেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। রোহিতও তখন ধাওয়ানের সাথে স্লিপে ছিলেন। সে সময় সবাই হাসি থামাতে পারছিলেন না জানিয়ে রোহিত বলেন, ‘আমি প্রথম স্লিপে ছিলাম, ধাওয়ান দ্বিতীয় স্লিপে ছিলো। হঠাৎ করেই সে স্লিপে জোরে জোরে গান গাওয়া শুরু করে। সে সময় ব্যাট করছিলো তামিম। তামিম তখন অবাক হয়ে গিয়েছিলো। তখন সে বুঝতে পারেনি কি হচ্ছিলো। এখন হয়তো শুনে ওতটা মজার লাগবেনা৷ কিন্তু তখন মাঠে আমরা অনেকেই হাসি থামাতে পারছিলাম না।’

শিখর ধাওয়ান স্বভাবতই একজন মজার মানুষ৷ আর তাই সব সময় মজার চলেই থাকেন। রোহিত আরো বলেন, ‘ধাওয়ান আমার সাথে ব্যাটিংয়েও গুন গুন করতে থাকে।’ সেই আড্ডায় উপস্থিত ছিলেন ধাওয়ানও। তখনও দর্শকদের তিনি গান গেয়ে শোনান।

নিউজক্রিকেট/রীম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »