মোহাম্মদ সোহেল »
ইংলেন্ডে বসতে যাছে ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্ণামেন্ট ‘ দ্যা হান্ড্রেড’। ২০২০ সালের ১৭ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত ৩২ টি লীগ ম্যাচে ৮ টি দল একে অপরের মোকাবেলা করবে। টুর্ণামেন্টের অন্যতম শক্তিশালী দল ‘ওয়েলস ফায়ার’ তাদের অধিনায়কের দায়িত্ব দিয়েছেন অস্ট্রেলিয়্যার সেনশেসন, সাবেক অধিনায়ক ,ফেভারিট ফোরের অন্যতম একজন স্টিভ স্মিথকে। স্মিথদের কোচ হিসেবে থাকছেন হালের অন্যতম সফল কোচ সাবেক সাউথ আফ্রিকান ক্রিকেটার গ্যারি কার্স্টেন।
অধিনায়কের দায়িত্ব পেয়ে স্টিভ স্মিথ বলেন, “ দ্যা হান্ড্রেডের প্রথম বছরে ওয়েলস ফায়ারের অধিনায়কের দায়িত্ব আমার জন্য খুবই সম্মানের বিষয়। গত কয়েক বছর ধরে দুর্দান্ত ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত খেলা খেলোয়ারদের নিয়ে খুবই শক্তিশালী দল গঠন করা হয়েছে। “
স্মিথ তাঁর দলের সদস্যদের নিয়ে বলেন, “টম ব্যান্টন এই মুহূর্তে বিশ্বের অন্যতম আকর্ষণীয় তরূণ খেলোয়ার এবং মিশেল স্টার্ক বল হাতে দলের জন্য এক্স-ফ্যাক্টর।তাই আমরা কার্ডিফের ভক্তদের আনন্দদায়ক কিছু উপহার দেওয়ার জন্য মুখিয়ে আছি।”
ওয়েলস ফায়ারের কোচ কার্স্টেন ও খুব আনন্দিত স্টিভ স্মিথকে অধিনায়ক হিসেবে পেয়ে। কার্স্টেন বলেন, ” চাপের মুহূর্তে স্মিথের অধিনায়কত্বের জ্ঞান ও অভিজ্ঞতা আমাদেরকে ভাল করতে খুবই সাহায্য করবে। খেলোয়ারদের সেরাটা বের করে আনার অসাধারণ ক্ষমতা তার মাঝে রয়েছে নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়ে। “
দলটি টুর্ণামেন্টে তাদের ১ম ম্যাচে ওভাল ইনভিঞ্চিবলস এর মোকাবেলা করবে ১৭ জুলাই ২০২০।