সাকিব শাওন »
মিরপুর টেস্টে বোলাররা ভালো শুরু এনে দেওয়ার পরে ব্যাটসম্যান রাও ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন ২য় দিন থেকেই। তামিম শান্ত ভালো শুরু এনে দেন দলকে এরপর মমিনুল-মুশফিক জুটি যেনো আরো প্রকট রূপে দেখা গিয়েছে তৃতীয় দিনে।
প্রথমে মমিনুল সেঞ্চুরির দেখা পান এরপর মুশফিক পেলেন ম্যাজিক ফিগারের দেখা।সেঞ্চুরি করে ব্যাক্তিগত ১৩২ রানে মমিনুল বিদায় নিলেও মুশফিক সেঞ্চুরি করেও থেমে নেই সেঞ্চুরির পর তাঁর ব্যাট আরো যেনো চওড়া হতে শুরু করে। ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে চলেছেন এই ব্যাটসম্যান।
এই মুহুর্তে ১৬৫* রানে ক্রিজে ব্যাট করছেন এই ব্যাটসম্যান। অপরপ্রান্তে লিটন ব্যাট করছেন ব্যাক্তিগত ৩৫* রানে। দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ৪৯০/৫ উইকেটের বিনিময়ে।