নিউজ ডেস্ক »
লকডাউনের এই সময়ে ক্রিকেটপাড়ায় আসছেন একের পর এক নতুন সদস্য। বাংলাদেশে সাকিব, তামিম, রিয়াদ, বিজয়দের সন্তান হয়েছে গত কিছুদিনে৷ এবার পাকিস্তানের ক্রিকেট পরিবারেও নতুন সদস্য আগমনের হিরিক পরেছে। পাকিস্তানি লেগস্পিনার ইয়াসির শাহ এর পর এবার দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ।
ইতিমধ্যে কন্যার নামও রেখেছেন এই পেসার। দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন হুরাইন সিকান্দার। কন্যা সন্তানের বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করে নিজের টুইটার একাউন্টে ওয়াহাব রিয়াজ বলেন, ‘আমার পরিবার ও আমি সবেমাত্র হুরাইন সিকান্দারকে আমাদের বিশ্বে স্বাগতম জানালাম। আমার দ্বিতীয় মেয়ে আলহামদুলিল্লাহ। আমি এই টুইটটি লিখতে গিয়ে সে আমার বাহুতে রয়েছে। আমার স্ত্রী আমার দিকে তাকিয়ে হাসছেন। মেয়ের আশীর্বাদের সাথে কোন আনন্দের তুলনা হয়না।’
এসময় সতীর্থ ক্রিকেটাররা অভিনন্দন জানিয়েছেন ওয়াহাব রিয়াজকে৷ এবং কন্যা সন্তানের জন্য দোয়া করেছেন তারা। সতীর্থ জুনায়েদ খান বলেন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে অনেক অভিনন্দন।’
এছাড়াও অভিনন্দন জানিয়েছেন উমার গুল, সোহেল তানভীর, ইমাম উল হক এবং আহমেদ শেহজাদ প্রমূখ।
বাংলাদেশ সময়: ৩:৩৫ পিএম
নিউজক্রিকেট/কেএমএইচ