নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দ্বিতীয় দিন খেলার শুরুর দিকেই কাইল ভেরাইনিকে বোল্ড করে ফেরান খালেদ আহমেদ। ম্যাচে নিজের তৃতীয় উইকেটও পূর্ণ করেন তিনি। কিন্ত এরপর বাংলাদেশের বোলারদের ওপর চওড়া হন উইয়ান মুল্ডার ও কেশভ মহারাজ।
বিশেষ করে এদিন মহারাজ দ্রুত গতিতে রান তুলতে থাকেন। ৬১ বলে ৫৫ রানে ব্যাটিংয়ে আছেন তিনি। অপরপ্রান্তে মুল্ডারও সমানতালে আগাতে থাকেন। ৭৭ বলে ৩৩ রান করা মুল্ডারকে অবশ্য বোল্ড করে ফেরান তাইজুল।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস- ৩৮৪/৭ (১১৫ ওভার)
(মহারাজ ৫৫*)