নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি দেশের মাটিতে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন সাকিব।হয়তো এবার সাকিবের শেষ এই ইচ্ছেটা পূরন হলেও হতে পারে।দেশের মাঠ থেকেই এই অলরাউন্ডারের অবসরের সম্ভাবনা প্রবল, জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।আজ (সোমবার) সন্ধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের অবসরের প্রসঙ্গে এটি জানান বিসিবি সভাপতি।
ফারুক জানান;সাকিবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকেই অবসর নেওয়ার।
দেশে ফিরলে সাকিবের নিরাপত্তা নিয়ে কিছুদিন আগে বেশ কড়া মন্তব্য করেছিলেন ফারুক আহমেদ। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বিসিবি সভাপতি ও অন্য বোর্ড কর্তারা আড়ালে চেষ্টা করে যাচ্ছিলেন দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের দেশে ফেরার ব্যবস্থা করতে।
কিন্তু সাকিবের এই চাওয়া পূরণের পথে মূল বাধা তার বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলা। মামলা মাথায় নিয়ে দেশে ফিরলে কতটা নিরাপদে থাকতে পারবেন এবং নির্বিঘ্নে আবার দেশ ছাড়তে পারবেন কি না, এরকম নিশ্চয়তা তিনি চেয়েছিলেন বিদায়ের ঘোষণার সময়।
তারপর থেকেই দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত প্রসঙ্গগুলোর একটি এটি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ গত ২৬ সেপ্টেম্বর বলেছিলেন, সাকিব দেশে ফিরলে তার বিদায় রাঙানোর আয়োজন তারা করবেন, কিন্তু তার নিরাপত্তার নিশ্চয়তা বোর্ড দিতে পারবে না। এরপর গত ২৯ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, রাজনৈতিকভাবে সাকিবকে অবস্থান স্পষ্ট করতে হবে।
সরকার ও বোর্ডের কড়া অবস্থান দেখে তখন মনে হচ্ছিল, দেশে ফিরে সাকিবের বিদায় নেওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে কয়েকদিন আগে যুব ও ক্রীড়া উপদেষ্টার কথায় আবার সুর বদলের ইঙ্গিত পাওয়া যায়। সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচের ফাঁকে সংবাদমাধ্যমে তিনি বলেন, দেশে ফিরলে সাকিবকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে এবং তিনি নিজেও ব্যক্তিগতভাবে চান, এই অলরাউন্ডারের বিদায় দেশ থেকেই হোক।