দেশেই বাইরেই এইচপি ক্যাম্প আয়োজন করবে বিসিবি

নিউজ ডেস্ক »

প্রতি বছরই কোন না কোন প্রোগ্রামে অংশ গ্রহণ করে বিসিবি এইচপি দল। সেই ধারাবাহিকতায় এ বছরও এইচপি দল নিয়ে রয়েছে বিসিবির বৃহৎ পরিকল্পনা। কিন্তু দেশে করোনা ভাইরাস প্রকোপ বেড়ে যাওয়ায় সেই পরিকল্পনায় ভাটা পড়েছে। যার কারণে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে পড়তে হচ্ছে বিপাকে।

এমন পরিস্থিতে দেশের সার্বিক দিক বিবেচনা করে শ্রীলঙ্কা কিংবা অন্য দেশে এইচপি দলের ক্যাম্প করার বিষয়ে জোর দিচ্ছে বিসিবি। বৃহস্পতিবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

নিজামউদ্দিন বলেন, ”যদি সম্ভব হয় এবং সবকিছু আমাদের অনুকূলেই থাকে তাহলে হাই পারফরম্যান্স প্রোগ্রামটা দেশেই করবো। আর যদি পরিস্থিতি অনুকূলে না থাকে আমরা চেষ্টা করবো অবশ্যই দেশের বাইরে করতে সেক্ষেত্রে শ্রীলঙ্কা কিংবা অন্য কোন দেশে হতে পারে। যেখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকবে এবং সবকিছু সরবরাহ করা যাবে আমারা এইচপি দলের প্রোগ্রামটা সেখানেই করবো।”

নিজামউদ্দিন আরো বলেন,”আমাদের প্রত্যেক বছরে হাই পারফরম্যান্সের (এইচপি) একটা প্রোগ্রাম থেকে থাকে এবং সেই প্রোগ্রামের আওতায় অনেক খেলোয়াড় ট্রেনিং করে, সাথে তাদের স্কিল নিয়ে কাজ করে। যেহেতু বর্তমানে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি  অনুকূলে না এ জন্য আমরা নিশ্চিত না যে দেশে এ প্রোগ্রামটা করতে পারবো কি না। তবে এ প্রোগ্রাম বিষয়ে  শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে আমাদের খুবই প্রাথমিক পর্যায়ের একটি আলোচনা হয়েছে।”

নিউজক্রিকেট/ এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »