নিউজ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেটে প্রথম টেস্ট জয়ী, দেশের অন্যতম সেরা সাবেক অধিনায়ক, মিস্টার ফিফটি খ্যাত হাবিবুল বাশার সুমন ৫০ টি টেস্ট ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্ট থেকে খেলা শুরু করা মিস্টার ফিফটি খ্যাত হাবিবুল বাশার ২০০৮ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। এই সময়ে তিনি খেলেছেন ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, মুরালিধরনদের মত কিংবদন্তিদের বিপক্ষে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার এবার তাঁর পছন্দের সর্বকালের সেরা টেস্ট একাদশ প্রকাশ করলেন। তাঁর এই একাদশে তারাই সুযোগ পেয়েছেন যাদের সাথে জনাব বাশার একবার হলেও মাঠের লড়াইয়ে নেমেছেন। তিনি এই একাদশের অধিনায়ক হিসেবে রেখেছেন অস্ট্রেলিয়ার সাবেক অন্যতম সেরা অধিনায়ক রিকি পন্টিংকে।
দেখে নিন হাবিবুল বাশারের মতে সর্বকালের সেরা টেস্ট একাদশ ( যাদের বিপক্ষে তিনি খেলেছেন) –
১. মার্কাস ট্রেসকোথিক (ইংল্যান্ড)
২. গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা)
৩. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া, অধিনায়ক)
৪. শচীন টেন্ডুলকার (ভারত)
৫. ইনজামাম উল হক (পাকিস্তান)
৬. মাহেলা জয়াবর্ধনে ( শ্রীলঙ্কা)
৭. কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)
৮. ওয়াসিম আকরাম (পাকিস্তান)
৯. শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)
১০. ওয়াকার ইউনিস (পাকিস্তান)
১১. মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)