দেখা মিলল এক বাংলাদেশী বুমরার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমানে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করছেন বাঘা বাঘা অনেক পেস বোলাররা। ভারতের জাসপ্রিত বুমরা তাদের একজন। নির্দিষ্ট কিছু দিক থেকে চিন্তা করলে ভারতীয় এই পেসার অন্য সবার থেকে এগিয়ে। বুমরার ডেডলি সব ইয়র্কার বার বার পরাস্ত করছে অনেক ব্যাটসম্যানদের। ডেথ ওভারে তার কার্যকরী বোলিং ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে লিমিটেড ওভার ক্রিকেটে। কিন্তু একবার চিন্তা করে দেখুন যদি আমাদের দেশে এমন একজন বুমরা তৈরি হয় তবে কেমন হবে?

বুমরার মত হুবহু না হলেও তার কাছাকাছি অ্যাকশনে বল করেন বাংলাদেশী পেসার আল আমিন হোসেন। কিন্তু তার বোলিংয়ে বুমরার সেই ভেরিয়েশন খুঁজে পাওয়া যায় না, প্রতি ওভারে একটা – দুইটা ডেডলি ইয়র্কারও নেই। ধারাবাহিকতার অভাব আর অফ ফর্মে থাকায় জায়গা হারিয়েছেন জাতীয় দল থেকে। আর কবে ডাক আসবে স্বয়ং আল আমিন হোসেনও জানেন না।

কিন্তু আল আমিন ছাড়াও আরেকটা বাংলাদেশী পেস বোলার আছে যে হুবহু বুমরার মত বল করতে পারে। শুধু অ্যাকশনেই হুবহু মিল না, বোলিংয়েও আছে বুমরারই মত ভেরিয়েশন। প্রতি ওভারে করতে পারে কমপক্ষে দুটো ইয়র্কার। ছেলেটার নাম আব্দুল্লাহ আল মারুফ। নোয়াখালী জেলার সেনবাগ থানার কেশর পাড় গ্রামের মারুফের এমন প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুট করেই একদিন একটি ক্ষুদে বার্তার মাধ্যমে আমাকে তার এমন প্রতিভার কথা জানায়। প্রথমে তেমন একটা গুরুত্ব না দিয়ে এড়িয়ে গিয়েছিলাম। কিন্তু পরে তার পাঠানো বোলিংয়ের কয়েকটা ভিডিও ফুটেজ আমাকে অবাক করেছে। দূর থেকে বল করছে এমন একটা ফুটেজ দেখে যেন মনে হলো বুমরার বোলিং দেখছি। কিন্তু না, এটা আমাদের দেশের ছেলে মারুফ। পরে ফোন করে মারুফের সাথে বিস্তারিত কথা হলে সে জানায়, বিগত চার বছর ধরে বুমরার মত অ্যাকশনে বল করে আসছে। শুরুর দিকটায় তেমন ভেরিয়েশন না থাকলেও এখন ইয়র্কার করতে পারে প্রতি ওভারেই। আছে বোলিংয়ে গতি। নোয়াখালী ক্রিকেট একাডেমীতেই তার বেড়ে উঠা। এখানেই নিয়মিত প্র্যাকটিস করছে মারুফ। এর পাশাপাশি স্থানীয় বীরকোট দক্ষিণ পাড়া অগ্রগামী ক্রিকেট ক্লাবের হয়ে খেলছে। মারুফ আরো জানায়, এখানে নিয়মিত প্র্যাকটিস করে যাচ্ছে কিন্তু তার আরো ভালো গাইডলাইন প্রয়োজন। ভালো একজন কোচের সাহায্য পেলে অনেক ভালো কিছু করার আত্মবিশ্বাস আছে। মারুফ স্বপ্ন দেখে বুমরার মতই একদিন বিশ্বের বড় বড় ব্যাটসম্যানদের পরাস্ত করবে তার বোলিংয়ে। কিন্তু এর জন্য অবশ্যই প্রয়োজন সঠিক পরিচর্যার।

আপনাদের সবার দেখার সুবিধার্থে নিউজ ক্রিকেট ২৪ এর পক্ষ থেকে বাংলাদেশী বুমরা খ্যাত আব্দুল্লাহ আল মারুফের বোলিংয়ের ভিডিও ফুটেজ প্রকাশ করা হলো:

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »