নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডে বিরুদ্ধ আবহাওয়াতেও জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত প্রত্যাবর্তণ মুস্তাফিজুর রহমানের। উইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দিনে ২ উইকেট পেয়েছিলেন কাটার মাস্টার। তবে ওই ম্যাচে উইকেট দুটি পেলেও যথেষ্ট খরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান।
নিজের কোঠার ১০ ওভার বল করে ৮৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন বাঁহাতি এ পেসার। পরের ম্যাচটি স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচ পণ্ড হয়ে যায়। তবে সোমবার উইন্ডিজের বিপক্ষে মুস্তাফিজের দুর্দান্ত প্রত্যাবর্তণ দেখছে টাইগার ভক্তরা।
টস জিতে আজ আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৭ রান স্কোরবোর্ডে যোগ করে উইন্ডিজ। নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্যারিবীয়দের আড়াইশর আগেই থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুস্তাফিজুর রহমান।
এদিন ৯ ওভার বোলিং করে ১ মেডেনে ৪৩ রান দিয়ে ৪টি উইকেট নেন মুস্তাফিজ। দিনশেষে ম্যাচ সেরার পুরস্কার লুফে নিয়েছেন কাটার মাস্টার। বিশ্বকাপের ঠিক আগেই মুস্তাফিজের এমন ফেরায় তাকে নিয়ে আশাবাদী হয়ে উঠছেন বাংলাদেশ দলের সমর্থকরা।