দুই বছর পূর্তি উপলক্ষে নিউজ ক্রিকেটকে শুভেচ্ছা জানিয়েছেন রুবেল হোসেন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

“ক্রিকেটের সর্বশেষ সংবাদ প্রকাশে পাঠকের ভরসা” এমন স্লোগানে ২০১৮ সালে যাত্রা শুরু করে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ ক্রিকেট ২৪ ডট কম। এরপর থেকে ক্রিকেটের নানাবিধ কাজের সাথে সম্পৃক্ত জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি।

দুই বছরে পদার্পণ করা জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি ইতিমধ্যেই পাঠকদের আস্থার প্রতিক হয়ে দাঁড়িয়েছেন। নিউজ ক্রিকেট ২৪ ডট কমের কর্ণধার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ‘সত্য, সুন্দর, সাবলীল ও সবার আগে খবর প্রকাশে আমরা বদ্ধপরিকর । আমরা চাই বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে কাজ করতে।‘

নিউজ ক্রিকেট ২৪ ডট কমের দুই বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার রুবেল হোসেন৷

গতকাল বর্তমান সময়ে দারুণ ফর্মে থাকা এই পেস বোলার নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন।

রুবেল হোসেন বলেন, ‘নিউজ ক্রিকেটের দুই বছর পূর্তি উপলক্ষে নিউজ ক্রিকেট পরিবারকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। নিউজ ক্রিকেট ২৪ ডট কমের যাত্রার শুরু থেকেই আমি তাদের ফলো করি। আমি আশা করি সামনের দিনগুলোতেও নিউজ ক্রিকেট দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করবে এবং আরো বড় ভূমিকা পালন করবে।’

বঙ্গবন্ধু বিপিএলের এই আসরে বল হাতে আলো ছড়িয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি গায়ে খেলেছেন তিনি। চট্টগ্রামের হয়ে ১৩ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন এই আসরে। আসন্ন পাকিস্তান সিরিজের জন্যও দলে আছেন তিনি। নিউজ ক্রিকেট ২৪ ডট কমের পক্ষ থেকে রুবেল হোসেনের জন্যও শুভকামনা রইলো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্যসমূহ »

মন্তব্য করুন »