নিউজ ডেস্ক »
কিছুদিন আগেই শেষ হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ সিপিএলের নিলাম। নিলামে দল না পেলেও পরবর্তীতে দুইটি দল থেকে খেলার প্রস্তাব পেয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে দেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে ফিরিয়ে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি দুটির প্রস্তাব।
নিলামে ১৮ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও কোন ক্রিকেটারকেই নিলাম থেকে দলে নেয়নি ফ্র্যাঞ্চাইজি গুলো। তবে পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদ, এবং তামিম ইকবালকে দলের সাথে যুক্ত করতে চেয়েছিলেন বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তবে দুজনেই ফিরিয়ে দিয়েছেন এই প্রস্তাব। তামিম ইকবাল একটি দল থেকে প্রস্তাব পেলেও মাহমুদুল্লাহ রিয়াদকে দলে পেতে চেয়েছিল দুটি ফ্র্যাঞ্চাইজি,তবে দেশের পরিস্থিতির কথা চিন্তা করে দুটি ফ্র্যাঞ্চাইজিকেই না বলে দিয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার। দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
কোন কোন দল থেকে খেলার প্রস্তাব পেয়েছেন শুরুতে সেটা জানা না গেলেও, পরবর্তীতে রিয়াদ নিজেই নিশ্চিত করেছেন যে সেন্ট লুসিয়া এবং সেইন্ট কিটস থেকে যোগাযোগ করা হয়েছিল তার সাথে । পরিবারের অসম্মতি এবং বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে ফ্র্যাঞ্চাইজি গুলোর প্রস্তাবে সাড়া দেননি তিনি।এছাড়াও করোনাভাইরাসের কারণে স্বাভাবিকভাবে বিভিন্ন দেশে বিমান যাতায়তে নিষেধাজ্ঞা আছে। শেষ পর্যন্ত যেতেও পারলেও বেশ বেগ পোহাতে হবে এ ক্রিকেটারকে। দেশের পরিস্থিতি, যাতায়াত সমস্যা ও পরিবারের কথা চিন্তা করে সিপিএল থেকে আসা প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।
শুধু রিয়াদই নয়, সিপিএল থেকে প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন আরও দুই ক্রিকেটার, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান। তামিম কোন দল থেকে প্রস্তাব পেয়েছিলেন সেটি খোলাসা না করলেও জানিয়েছেন ৯০ হাজার ডলারের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে মাহমুদুল্লাহ ও মোস্তাফিজের সাথে কত টাকার চুক্তি করতে চেয়েছিলো দলগুলো টা এখনো খোলাসা করেননি তারা।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ আগস্ট থেকে ত্রিনিদাদে আরম্ভ হবে সিপিএল টি-টোয়েন্টি।ইতিমধ্যে প্রকাশ পেয়েছে টুর্নামেন্টটির সময়সূচি ও। করোনাভাইরাসের কারণে সবদলই থাকবেন একই হোটেলে।
নিউজক্রিকেট/ সুফিয়ান