দুঃসময়ে সাকিবের পাশে আসিফ আকবর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মাঠের পারফরম্যান্স ও মাঠের বাইরের বিভিন্ন বিতর্কিত ইস্যু নিয়ে এই মুহূর্তে সাকিব আল হাসানকে নিয়ে চারদিকে চলছে তীব্র সমালোচনা।শেষ মুহূর্তে তামিমকে ছাড়া বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে বিসিবি বোর্ড এবং ক্যাপ্টেন।বিশ্বকাপে দলের এমন ভরাডুবির কারণে কাপ্তান সাকিবকে শুনতে হচ্ছে নানান কথা।সবমিলিয়ে সময়টা বড্ড খারাপ যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারের।

ঠিক এমন সময়ে সাকিবের পাশে দাঁড়িয়েছেন গায়ক আসিফ আকবর। সোমবার (৩০ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে সাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করে তাকে সমর্থন জানিয়েছেন আসিফ।

ফেসবুক পেজের পোস্টে আসিফ লিখেন, একজন বেসিক ক্রিকেটার হিসেবে ক্রিকেটকে ভালবাসি, প্রাণে ধারন করি। গৌরবময় অনিশ্চয়তা এবং ভদ্রলোকের খেলা ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটের শুরু থেকেই সবসময় দলের খবর রাখি। আইসিসি চ্যাম্পিয়ন হয়ে ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ পাওয়া ছিল দেশের ক্রিকেটের জন্য এক গৌরবময় অধ্যায়।

তিনি আরো লিখেন;সাকিব আল হাসানকে চিনি তার ক্যারিয়ারের শুরু থেকেই। বাংলাদেশ ক্রিকেটের এই বরপুত্র তার পারফরম্যান্স দিয়েই বিশ্ব ক্রিকেটে নিজের স্বকীয় অবস্থান তৈরী করেছেন। একই সঙ্গে বিশ্বদরবারে বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ডিংয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। দুঃসময়েও দেশের ক্রিকেটের সাথেই ছিলাম, সুসময়ে পুরো দেশবাসী উপভোগ করেছি প্রতিটি জয়ের আনন্দ। ব্যক্তি বা দলের চেয়ে দেশ বড়। বরেণ্যদের খাটো করে সমৃদ্ধ ইতিহাস তৈরি হয়না। বাংলাদেশে সাকিব আল হাসান তেমনি একজন ফ্রন্টলাইনার। আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার।

শুভকামনা সাকিব আল হাসান। শুভকামনা বাংলাদেশ ক্রিকেট দল। পরিস্থিতি যেমনই হোক সঙ্গে আছি সবসময়, প্রানপণে লড়ে যাও। আসুন সব বিভেদ ভুলে দেশের ক্রিকেটের সঙ্গেই থাকি। ভালবাসা অবিরাম।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »