দীর্ঘ ১৫ মাস পর টাইগারদের টেস্ট জয়

সানিউজ্জামান সরল »

সাদা পোশাকে বাংলাদেশ বরাবরই খর্ব শক্তির দল। ভারত, পাকিস্তান ,আফগানিস্তান টানা ব্যর্থতায় আটক ছিল সাদা পোশাকি বাংলাদেশ দল। ২০১৮ সালে শের-ই-বাংলায় উইন্ডিজদের বিপক্ষে জয়ের পর দীর্ঘ ১৫ মাসের অপেক্ষা শেষে সাদা পোশাকে আবারো জয় পেল বাংলাদেশ। এবারো জয়টা এলো শের-ই-বাংলায়। তবে প্রতিপক্ষতা এবার জিম্বাবুয়ে। সফরকারী জিম্বাবুয়েকে স্বাগতিক বাংলাদেশ হারিয়েছে একেবারে নাকানিচুবানি  খাইয়ে। 

২২ ফেব্রূয়ারি শুরু হয় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট। এ ম্যাচের ১ম দিন থেকেই একেবারে রুদ্রমূর্তি ধারণ করেছিল বাংলাদেশ দল। জিম্বাবুয়েকে কোনরকম পাত্তাই দেয়নি স্বাগতিকরা। প্রত্যেকটা সেশনেই যেন বাংলাদেশ ছিল একেবারে অপ্রতিরোধ্য। বোলিং, ফিল্ডিং ও ব্যাটিং তিন বিভাগেই সেরা পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। তাইতো মাত্র সাড়ে তিনদিনেই ম্যাচ জিতে নিয়েছে টাইগাররা। তাও আবার ইনিংস ও ১০৬ রানে।

ঘরের মাঠে সবসময় স্পিন দিয়েই কাবু করতে চায় বাংলাদেশ। যা নিয়ে অনেক আলোচনা-সমালোচনাও হয় নিয়মিত। তবে আলোচনা-সমালোচনা যাইহোক না কেন, এই স্পিন দিয়েই ঘরের মাঠে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মত দলকে কাবু করেছিল বাংলাদেশ। এবার অবশ্য স্পিন সহায়ক উইকেট বানিয়ে প্রতিপক্ষকে কাবু করার পথে হাটে নি বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে উইকেটটা ছিল ব্যাটিং স্বর্গ।

ম্যাচটা ঘিরে রয়েছে বিভিন্ন অর্জন। একে তো ইনিংস ও ১০৬ রানের বিশাল এক জয়। তারউপর ক্রিকেটারদের সাফল্য। এ ম্যাচে দীর্ঘদিন পর শতকের দেখা পেলেন টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক। এমনকি অধিনায়ক হওয়ার এটি তার ১ম শতক। এ শতকের মধ্য দিয়ে সাদা পোশাকেম মুমিনুল পেয়েছেন তামিম ইকবালের সমান ৯ টি শতকের দেখা। তাছাড়া পেসার রাহির ৪ উইকেট, নাঈমের ৯ উইকেট।

এ টেস্টের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে মুশফিকুর রহিমের ৩য় ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে মুশফিক ছুঁয়েছেন তিনটি ‘৩০০’। যা বাংলাদেশ তো বটেই, বিশ্বক্রিকেটেও অন্যরকম এক প্রাপ্তি। আরো একটি বড় অর্জন হয়েছে এ ম্যাচে। আন্তর্জাতিক ক্রিকেটের ৩ ফরমেট মিলিয়ে বাংলাদেশের ১ম ও বিশ্বের ৫০ তম ব্যাটসম্যান হিসেবে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন দেশের ক্রিকেটের সবচেয়ে সফল ব্যাটসম্যান তামিম ইকবাল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »