সাজিদা জেসমিন »
চলছে বাংলাদেশ -জিম্বাবুয়ে সিরিজ। আর এ-র মাঝেই প্রস্তুতি শুরু হয়েছে জনপ্রিয় ঘরোয়া লিগ ডিপিএলের। ইতিমধ্যেই স্কোয়াড গুছানো শুরু করেছে দলগুলো। ক্রিকেটারদের আন্দোলনের পর এবার প্লেয়ার্স ড্রাফটের বদলে দলবদল পদ্ধতিতে হচ্ছে খেলোয়াড় বাছাই পর্ব।
বর্তমানে সেরা ফর্মে থাকা মুশফিকুর রহিমের দল নিশ্চিত হয়েছে বহু আগেই। তিনি খেলবেন আবাহনীর হয়ে। দল প্রায় চূড়ান্ত হয়েছে মাশরাফি,রিয়াদ, তামিমেরো। এবারের আসরে নতুন দলের হয়ে খেলবেন তামিম, রিয়াদ। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সাথে প্রায় চূড়ান্ত হয়েছে তামিমের।
রিয়াদ এবার মাঠে নামবেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে। মাশরাফি বিন মর্তুজা খেলবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। তার সাথে একই দলে রয়েছেন আরেক জনপ্রিয় খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল। দীর্ঘ ৮ বছর পর একসাথে খেলতে নামবেন মাশরাফি এবং আশরাফুল। শেষবারের মতো দুজন বিপিএলের দ্বিতীয় আসরে একই দলের হয়ে খেলেছিলেন।
ঢাকা প্রিমিয়ার লিগ ইতিমধ্যেই লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পেয়েছে। এরপর এটি সপ্তম আসর৷ আগামী ১৫ই মার্চ থেকে এই আসর শুরু হবে। চলমান সিরিজের মধ্যেই দল গুছিয়ে নিবে ক্লাবগুলো। বলা বাহুল্য, এবারে তুলনামূলকভাবে শক্তিশালী দল হতে যাচ্ছে আবাহনী লিমিটেড। মুশফিক ছাড়াও দলে রয়েছেন নাঈম শেখ, তাইজুল, বিপ্লব, শহিদুল, লিটন, শান্তর মতো খেলোয়াড়েরা।