নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্বাসরুদ্ধকর এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়ে জয় দিয়ে মিশন শেষ করেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৮ উইকেটে ২৬৫ রান করে সাকিবের দল। জবাবে ২৫৯ রানে অলআউট হয় ভারত।
নিয়ম রক্ষার ম্যাচ, তাইতো এশিয়া কাপে সুপার ফোরের শেষ ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। টপ অর্ডারে ব্যাটিং ব্যর্থতার পুরোনো গল্পের সঙ্গে বোলারদের লড়াই। শেষ পর্যন্ত দারুণ দিয়েই এশিয় কাপের মিশন শেষ টাইগারদের।
২৬৬ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রোহিতকে ফিরিয়ে প্রথম আন্তর্জাতিক উইকেট তুলে নেন অভিষিক্ত তানজিম সাকিব। আর নিজের দ্বিতীয় ওভারে ড্রিম ডেলিভারিতে তিলক ভার্মাকে বোল্ড করে টাইগারদের দারুণ সূচনা এনে দেন এই ডানহাতি পেসার।
লোকেশ রাহুল ও শুবম্যান তৃতীয় উইকেট ৫৬ রানের জুটি গড়েন। লোকেশ ১৯ রান করে আউট হন। আর ইশান কিশান ৫ রান করে ফিরে গেলে ৯৪ রানে ৪ উইকেট হারায় ভারতওয়ানডে ক্যারিয়ারে নবম ফিফটি তুলে নেয়া শুবম্যান সূর্যকুমারকে সাথে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন। সুর্যকমারকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন সাকিব। রবিন্দ্র যাদেজাকে ফেরা মুস্তাফিজ।
ফিফফিটাকে সেঞ্চুরিতে পরিনত করেন শুবম্যান। ১২১ রানে শুবম্যানকে মেহেদি ফেরালে টাইগারদের জয়ের আশাটা উজ্জল হয়। তবে ভারতকে জয়ের পথে রাখেন আক্সার প্যাটেল। ৪৯ তম ওভারে ম্যাচটা টাইগারদের দিকে নিয়ে আসেন মুস্তাফিজ। এই ওভারে শাদুর ঠাকুর ও আক্সার প্যাটেলবে আউট করেন তিনি। শেষ ওভারে ১২ রান দরকার ছিল ভারতের। তানজিম সাকিব ৫ রান দেন। ২৬১ রানে অলআউট ভারত।
এর আগে প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু ভালো হয়নি টাইগারদের। লিটন শূন্য, তানজিদ ১৩, এনামুল হক বিজয় ৪ ও মিরাজ ১৩ রান করে বিদায় নিলে ৫৯ রানে চার উইকেট হারায় টাইগাররা। চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক সাকিব ও তৌহিদ হৃদয় শক্ত প্রতিরোধ গড়েন। ১০১ রানের জুটি গড়েন তারা। সাকিব ওয়ানডে ক্যারিয়ারের ৫৫তম ফিফটি করেন।
দারুণ ব্যাটিং করা সাকিব দুর্ভাগ্যবসত ব্যক্তিগত ৮০ রান করে আউট হলে ভাঙ্গে এই জুটি। এরপর শামীম হোসেন ব্যর্থ হয়ে ফিরে গেলে দ্রুত দুই উইকেট হারায় টাইগারা। একপ্রান্ত আগেলে রেখে হৃদয় ওয়ানডে ক্যারিয়ার পঞ্চম ফিফটি তুলে নেন। ৫৪ রান করে হৃদয় দলীয় ১৯৩ রানে আউট হন।
অষ্টম উইকেট জুটিতে নাসুম আহমেদ ও শেখ মেহেদির দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের স্কোর আড়াইশর কাছে চলে যায়। নাসুম ৪৪ রান করে আউট হলে ২৩৮ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে মেহেদি ও তানজিম সাকিবের ঝড়ো গতির ব্যাটিংয়ে ২৬৫ রানের থামে বাংলাদেশের ইনিংস। শেখ মেহেদি ২৩ বলে ২৯ ও তানজিম সাকিব ৮ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।
আরএ/নিউজক্রিকেট২৪