দাম বেড়েই চলেছে মাশরাফির ব্রেসলেটের!

নিউজ ডেস্ক »

করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে নিজের ১৮ বছরের ব্যবহৃত সিলভারের ব্রেসলেটটি নিলামে তুলেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

গতকাল থেকে এই ব্রেসলেটের নিলাম শুরু হয় যা আজ রাত ১০.৩০ মিনিটে এক লাইভের মাধ্যমে শেষ হবে। ব্রেসলেটটির ভিত্তিমূল্য ছিলো ৫ লক্ষ টাকা। আর শেষ সংবাদ পাওয়া অব্দি (৭:২০ পিএম) ব্রেসলেটটির দাম উঠেছে ৯ লক্ষ ২০ হাজার টাকা। ধারণা করা হচ্ছে মাশরাফি লাইভে আসলে তখন দাম আরো উঠে যাবে।

ব্রেসলেটটি নিলামে উঠেছে “অকশন ফর অ্যাকশন” পেজ থেকে। তারাই সর্বশেষ আপডেট জানিয়েছিলো তাদের পেজের মাধ্যমে। এই ব্রেসলেটটিতে খোদাই করা আছে ইংরেজি অক্ষরে মাশরাফির নাম। এটি তিনি প্রায় ১৮ বছর ধরে প্রায় ম্যাচেই পড়ে আসছিলেন।

বাংলাদেশ সময়ঃ ৭:৩৫ পিএম

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »