https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপের ক্রিকেট যুদ্ধ শুরু হবার আগেই ইনজুরি যেন শুরু করে দিয়েছে মহা যুদ্ধ। একে একে সাতজন ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন একদিনেই! যেখানে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আফগানিস্তানের একজন করে ক্রিকেটার ইনজুরিতে থাকলেও ভারত এবং শ্রীলঙ্কার ক্রিকেটার রয়েছেন দুইজন করে।
নেটে প্রাকটিস করার সময় আঙুলে চোট বাধিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টম লাথাম। এরপর তালিকায় আসলো ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের নাম। লাথামের মতই নেট প্র্যাকটিসে আঙুলে চোট পেয়েছেন তিনি। অন্যদিকে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের হেলমেটে বল লেগে কিছুটা আক্রান্ত হয়েছে মুখের অংশও। তবে প্রাথমিক ধারণা থেকে বলা হচ্ছে ধাওয়ানের ইনজুরি খুব বেশি গুরুতর নয়। আরেক ভারতীয় ক্রিকেটার বিজয় শঙ্করেকেও ছাড় দিল না আততায়ী ইনজুরি। নেটে প্র্যাকটিসের সময় একটি বল এসে হাতে লাগে বিজয়ের। চোটের গভীরতা সম্পর্কে এখনও জানা যায়নি। পরীক্ষানিরীক্ষা শেষে রিপোর্ট হাতে আসলেই জানা যাবে আসল খবর।
এদিকে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার অভিষিকি ফার্নান্দো এবং ইসুরু উদানা। তাছাড়া এই তালিকায় রয়েছেন আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের নামও।
তাই বিশ্বকাপের আগে সাত ক্রিকেটারের ইনজুরিতে বাকি দলগুলো হয়তো ভাবছে আট নম্বর তাহলে কে?