নিউজ ডেস্ক »
কোনো ম্যাচ না খেলেই বাদ পড়ায় মনঃক্ষুণ্ন হয়েছেন পাকিস্তানের ২৬ বছর বয়সী লেগ স্পিনার ওসমান কাদির। গেলো জানুয়ারীতে বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে ডাক পেয়েছিলেন তিনি। পাকিস্তানের সাবেক কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদিরের ছেলে ওসমান কাদির বাবার মত নিজেও একজন লেগস্পিনার। তবে দলে খেলে থাকেন মুলত স্পিনিং অলরাউন্ডার হিসেবে। বাংলাদেশের বিপক্ষে সিরিজে এক ম্যাচেও সুযোগ হয়নি কাদিরের। গত বছরের অজি সিরিজেও স্কোয়াডে ছিলেন তিনি। তবে সে সিরিজেও অভিষেকের সুযোগ হয়নি তার।
আর তাই হতাশ হয়ে ক্রিকেট পাকিস্তান নামের একটি সংবাদ মাধ্যমকে কাদির বলেন, ‘আমি হতাশ এবং আহত একটি ম্যাচও না খেলে বাদ পড়ায়। আমি অনূর্ধ্ব ১৯ দলে এবং বিগ ব্যাশ লিগে খেলে নিজের লক্ষ্য পূরণ করেছি। এরপর থেকে আমি কঠোর পরিশ্রম করছি যেন পাকিস্তানের হয়ে খেলতে পারি।’
অভিষেকের অপেক্ষায় থেকেও সুযোগ না পাওয়া ওসমান কাদির ১ম শ্রেণীর ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞ না হলেও তার লেগ স্পিন কারিশমা নির্বাচকদের মুগ্ধ করে তাকে স্কোয়াডে রাখতে। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি মোটে ১১ টি ম্যাচ খেলে প্রায় ২০ গড়ে করেছেন ২৫১ রান।
স্কোয়াডে থেকেও টি-২০ তে সুযোগ করতে না পারা কাদির টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ খেলেছেন ২৬টি। বল হাতে প্রথম শ্রেণীর ক্রিকেটে উইকেট শিকার করেছেন ১৩ টি। অপরদিকে লিস্ট ‘এ’ এবং টি-টোয়েন্টিতে তাঁর উইকেট সংখ্যা যথাক্রমে ২১ ও ২৩টি।
নিউজক্রিকেট/ এইচএএম