https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বর্তমানে খেলছেন সাকিব আল হাসান গত কয়েক আসরে অরেঞ্জ আর্মির হয়ে নিয়মিত মাঠে নামলেও চলমান আসরে হায়দ্রাবাদের একাদশে এক ম্যাচে সুযোগ পেলেও বাকি ম্যাচগুলোতে ছিলেন উপেক্ষিত।
মূলত সাকিবের জায়গা হারানোর পেছনে কারণ হয়ে দাঁড়িয়েছে ৪ বিদেশি ক্রিকেটারের কোটা। এই কোটা পূরণে হায়দ্রাবাদ টিম ম্যানেজম্যান্ট বেছে নিয়েছে জনি বেয়ারস্টো এবং মোহাম্মদ নবীকে। অন্যদিকে বাকি দুই ক্রিকেটারের মধ্যে ডেভিড ওয়ার্নার এবং অধিনায়ক কেন উইলিয়ামসন তো রয়েছেনই।
ভারতের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তর খেলা বিষয়ক চ্যাট শো স্পোর্টস টকে উপস্থিত হয়েছিলেন সাকিব আল হাসান, বিজয় শংকর ও ভিভিএস লক্ষণ। যেখানে সাকিব তুলে ধরেন তার হতাশার কথা।
সাকিব জানান, ‘অবশ্যই এটা ব্যক্তিগতভাবে চিন্তা করলে বেশ হতাশাজনক। তবে আপনাকে একই সময় এটাও বুঝতে হবে এইবছর আমাদের যেই দল রয়েছে তা বেশ শক্তিশালী। এই স্কোয়াড দিয়ে ৬ -৭টি ভিন্ন কম্বিনেশনের দল তৈরী করতে হবে। সকল বিদেশী খেলোয়াড়েরা ভালো করছে। তাই আমাকেও আমার সুযোগের অপেক্ষায় থাকতে হবে এবং যখনই সুযোগ পাই তখন ভালো পারফরম্যান্স করার চেষ্টা করতে হবে। আমি অবশ্যই চাইবো অরেঞ্জ আর্মি সবসময় ভালো খেলে জয়ের ধারায় বজায় থাকুক।”
এছাড়া দলের কোচ ভিভিএস লক্ষ্মণ বলেন, ‘আমরা খুশি আমাদের দলের বিদেশী খেলোয়াড়দের নিয়ে। অনেক সময় দেখা যায় বিদেশী খেলোয়াড়েরা দলে জায়গা না পেলে হতাশা বা অসন্তুষ্টি দেখিয়ে দলের পরিবেশ নষ্ট করতে পারে। তবে এইদিক দিয়ে আমরা বেশ সন্তুষ্ট। আমাদের সকল বিদেশী খেলোয়াড় ব্যাপারটা বুঝতে পেরেছে ও বেশ ভালোভাবে নিয়েছে।’
EXCLUSIVE: VVS Laxman, Vijay Shankar & Shakib on IPL 2019, Virat Kohli … https://t.co/eSL49IxdtB via @YouTube @SunRisers @VVSLaxman281 @vijayshankar260 @Sah75official
— Vikrant Gupta (@vikrantgupta73) April 4, 2019