নিউজ ডেস্ক »
ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হল দর্শক। মাঠে যত বেশি দর্শক উপস্থিত হয়, খেলার উত্তেজনা বাড়ায়, ক্রিকেটারদের ভাল খেলার প্রেরণা দেয়। তবে বর্তমানের বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপের কারণে মাঠের ক্রিকেট বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। এতে আর্থিক অনটনে পড়ছে ক্রিকেট সংশ্লিষ্ট সবাই। আর তাই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকিয়ে মাঠে ক্রিকেট ফেরাতে দর্শকবিহীন ফাকা মাঠে ম্যাচ আয়োজনের চিন্তাভাবনা করছে ক্রিকেট বোর্ডগুলো।
তবে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ, সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা দর্শকবিহীন খেলার বিপক্ষে যুক্তি দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের সাবেক তারকা পেস বোলার শোয়েব আখতারের মতে, দর্শকবিহীন ফাকা খেলা আর কনে ছাড়া বিয়ে একই কথা।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব জানান, ‘দর্শকবিহীন মাঠে খেলা মানে কনে ছাড়া বিয়ে। খালি মাঠে আয়োজন হয়ত বোর্ডগুলোর টিকে থাকার জন্য জরুরি। তবে আমার মনে হয়না এটা বাজারজাত করা সম্ভব হবে। খেলার জন্য আমাদের দর্শক দরকার। আশা করি আগামী এক বছরের মধ্যেই করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’
শোয়েব ছাড়া বর্তমান ক্রিকেট সেনশেসন ভিরাট কোহলিও দর্শকবিহীন মাঠে খেলার পক্ষে নয়। তার মতে, দর্শকবিহীন মাঠে খেলা হলে ক্রিকেটারদের সাথে সমর্থকদের বন্ধনে ঘাটতি পরবে।
বাংলাদেশ সময়: ১০:০০ পিএম
নিউজক্রিকেট/এমএস