দক্ষিণ আফ্রিকা ম্যাচে সাকিবের একাদশে ফেরা নিয়ে আশাবাদী শান্ত-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাংসপেশিতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান।যার কারনে, ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ করেছেন সাকিব।তার পরিবর্তে ম্যাচটিতে নেতৃত্ব দিয়েছেন টাইগারদের সহকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আগামী ২৪ অক্টোবর (মঙ্গলবার) বিশ্বকাপে নিজেদের ৫ম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে সেই ম্যাচে সাকিবকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচের পর ভারপ্রাপ্ত অধিনায়ক শান্তর কথায় সেই আভাসই পাওয়া গেছে।

সাকিবের চোটের মাত্রা কেমন—এ ব্যাপারে এখনো কোনো বার্তা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দু’বার এমআরআই স্ক্যান করা হলেও রিপোর্টে কী এসেছে তাও জানায়নি তারা। তাই সাকিবের চোটের সবশেষ অবস্থা কী, জানতে চাওয়া হয় শান্তর কাছেই।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সাকিবের মাঠে নামার সম্ভাবনা জানিয়ে শান্ত জানান:সাকিব ভাই সেরে উঠছেন, ভালো অবস্থায় আছেন। আমরা আজকের (গতকাল) ম্যাচে তাকে (সাকিব) নিয়ে ঝুঁকি নিতে চাইনি। যেহেতু এরপর আরো পাঁচ ম্যাচ বাকি আছে। উন্নতির দিক থেকে অনেকটা ভালোই। আশা করছি, সামনের ম্যাচে হয়তো খেলবেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »