নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপ বা আইসিসির যেকোনো বড় ইভেন্টে দক্ষিণ আফ্রিকা পরিচিত চোকারস হিসেবে। আফ্রিকানরা এবারের বিশ্বকাপ অনেক বাজে কেটেছে। আসলে এবারের বিশ্বকাপে সাফল্যের আশা করলেও তা তো হয়নি এমনকি ভরাডুবি হয়েছে দলটির। আর তাই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ( ক্রিকেট সাউথ আফ্রিকা- সিএসএ ) সকলকে বরখাস্ত করেছে। শুধু প্রধান কোচ নয় এমনকি কোচিং স্টাফের সকলকে এবং চিকিৎসককেও বরখাস্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
যদিও ক্রিকেটাররা এ যাত্রায় বেঁচে গিয়েছেন। তাদের কোনো শাস্তির আওতায় আসতে হয়নি। তবে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড দলটিকে ঢেলে সাজানোর পরিকল্পনা করে চলেছে। আর তাই নতুন করে পুরো টিম ম্যানেজমেন্ট সাজাবে। তিত বছর আগে ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসন দক্ষিণ আফ্রিকা দলের প্রধান কোচের দায়িত্ব পান। তবে ওটিস গিবসনের আমলে তেমন কাঙ্ক্ষিত সাফল্য পায় নি দ। ঘরের মাটিতে সিরিজ জিতলেও দেশের বাইরে সিরিজ বেশি হেরে আফ্রিকানরা।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিজ্ঞপ্তিতে পুরো কোচিং স্টাফের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে। দলটির চিকিৎসক ও ম্যানেজার আর কাউকে রাখেনি বোর্ড। তাই নতুন করে কেউ নিয়োগ না পাওয়া অবধি দলের দায়িত্ব পালন করবেন সিএসএর ম্যানেজার কোরি ভ্যান ছিল। দলের সব কাজ আপাতত তিনি পরিচালনা করবেন এমনকি তিনি কোচের দায়িত্ব পালন করবেন। আর ভ্যান ছিল তার কাজের রিপোর্ট পেশ করবেন বোর্ডের প্রধান নির্বাহীর কাছে আর প্রধান নির্বাহী সব কাজের রিপোর্ট পাঠাবেন বোর্ড প্রধানের কাছে। আপাতত কোচ না পাওয়া অবধি এভাবেই চলবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট।