নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে তেমন চমক নেই। নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক টেন্ডা বাভুমা। ইনজুরির কারণে কপাল পুড়েছে মিডল অর্ডার ব্যাটার র্যাসি ভ্যান ডার ডাসেনের।
দলে ওপেনিংয়ে থাকছেন কুইন্টন ডি কক ও রিজা হ্যান্ডরিকস। ডুসেন বাদ পড়ায় তিনে খেলবেন এইডেব মার্করাম। এরপর আছেন অধিনায়ক বাভুমা ও হেনরিখ ক্লাসেন।
মিডল অর্ডার সামলাবেন মারকুটে ব্যাটার ডেভিড মিলার। তার সাথে আছেন আরেক হার্ডহিটার রাইলি রুশো। প্রয়োজনে আগেও ব্যাট হাতে নামতে পারেন এই দু’জন।
বোলিং লাইন সামলানোর জন্য কাগিসো রাবাদার নেতৃত্বে আছেন ওয়েইন পারনেল, তৃস্তান স্টাবস। স্পিনের দায়িত্বে আছেন তাবরাইজ শামসি। তার সাথে যোগ দেবেন কেশভ মহারাজ।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি স্কোয়াডঃ টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হ্যান্ডরিকস, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, অ্যানরিখ নরকিয়া, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রাইলি রুশো, ওয়েইন পারনেল, তাবরাইজ শামসি ও তৃস্তান স্টাবস।