তৃতীয়বারের মত করোনা পজিটিভ হারিস রউফ

নিউজ ডেস্ক »

কোভিড-১৯ এর অভিশাপ কিছুটা উঠছে পাকিস্তান শিবির থেকে। সফরের শুরুতে প্রথম দফায় কোভিড-১৯ পরিক্ষা করে দলের ১০ জন ক্রিকেটারই আক্রান্ত হয়েছিলেন কোভিড-১৯ এ। তবে তৃতীয় দফায় পরীক্ষার পরে নতুন ২ জন সহ মোট ৮ জন ক্রিকেটারই সুস্থ হয়ে উঠেছেন। একজন ক্রিকেটারেরর ফলাফল না আসলেও আবারও পজিটিভ রিপোর্ট এসেছে পেসার হ্যারিস রউফের।

পাকিস্তান দলে সর্বশেষ পরিক্ষায় কোভিড-১৯ নেগেটিভ এসেছে হায়দার আলী এবং ইমরান খানের। এর আগের পরিক্ষায় কোভিড-১৯ নেগেটিভ হয়েছিলেন হাফিজ, রিয়াজ, জামান, শাদাব, রিজওয়ান ও হাসনাইন। সকলেই বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। এছাড়া হায়দার আলী, ইমরান খানসহ ফলাফল আটকে থাকা কাশিফ ভট্টিকেও ডাকা হয়েছে ইংল্যান্ডে। পরবর্তীতে আরও একবার কোভিড-১৯ পরিক্ষা করে নেগেটিভ আসলেই ইংল্যান্ডের প্লেন ধরবেন তারা।

এদিকে এখনও কোভিড-১৯ পজিটিভ হয়ে আটকে আছেন হারিস রউফ। তৃতীয় দফার পরিক্ষাতেও পজিটিভ আসায় ফিকে হয়ে যাচ্ছে ইংল্যান্ড সফরের আশা।

এর আগে ইংল্যান্ডের সাথে ৩টি টেস্ট এবং সমান সংখ্যক টি২০ সিরিজ খেলতে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছে পাকিস্তান। দ্বিতীয় দফায় নেগেটিভ প্রমানিত হয়ে পাকিস্তানে গিয়েছে হাফিজসহ আরও ৬ জন। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করেই অনুশীলনে নামবে পাকিস্তান। আগামী ৩০’শে জুলাই প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে এবং সেপ্টেম্বর মাসের ২ তারিখ শেষ টি২০ ক্রিকেটের মাধ্যমে সফর শেষ করবে পাক বাহিনী।

নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »