তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার উঠিয়ে আনতে ৬৪ জেলায় কোয়াবের কমিটি

নিউজ ডেস্ক »

দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার উঠে আসতে এবার পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। বর্তমানে ক্রিকেট মাঠে ও মাঠের বাইরে বহুল আলোচিত-সমালোচিত একটি কথা হলো দেশের তৃণমূল পর্যায়ে বিসিবির নজর না থাকাতে সেখান থেকে নতুন ক্রিকেটার উঠে আসছে না। আর তাই কোয়াবের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে দেশের ৬৪ টি জেলায় কোয়াবের কমিটি গঠন করা হবে। যারা তাদের নিজস্ব জেলায় খেলোয়াড়দের সুযোগ-সুবিধা নিয়ে কাজ করবে এবং ভালো খেলোয়াড়দের উঠে আসতে সাহায্য করবে। রবিবার ক্রিকেট ভিত্তিক একটি পোর্টালকে কোয়াবের সদস্য সচিব দেবব্রত পাল এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তৃণমূল পর্যায়ে জেলা ভিত্তিক ক্রিকেটকে এগিয়ে নেওয়া লক্ষ্যে এই কমিটি গঠন করা হবে।

দেবব্রত পাল এ প্রসঙ্গে বলেন, ‘আমরা ৬৪ টি জেলায় একটি কমিটি করব। এটি প্রথমে জেলায় এবং পরে বিভাগগুলিতে সম্প্রসারণ করব এবং ইতোমধ্যে আমরা খুলনা, যশোর, কক্সবাজার, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর এবং কিশোরগঞ্জে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছি। আমরা সভাপতি, সচিব, সহ-সভাপতি, যুগ্মসচিবসহ ১৭ জনের কমিটির বিষয়ে প্রস্তাবনা দিয়েছি। আমাদের সভাপতি, সচিব এবং কার্যনির্বাহী পরিষদ ১৭ থেকে ১৯ জন সদস্য থাকার কথা বলেছে।’

এই ৬৪ জেলার ৬৪ টি কমিটি গঠনের মাধ্যমে তারা দেশের তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করে আনতে পারবে। তারা জেলা ভিত্তিক খেলোয়াড়দের সুযোগ-সুবিধা ও সমস্যা গুলি নিয়ে কাজ করবে। এবং এলাকাবাসীর পক্ষে যা সমাধান করা সম্ভব না তা কোয়াবের সাথে যোগাযোগ করলে তারা করে দিবে এমনটাই জানান দেবব্রত পাল।

তিনি আরো বলেন, ‘জেলা ক্রিকেটারদের জন্য কমিটি থাকবে তাদের যত সমস্যা আছে তারা সেখানে বলতে পারবে। এবং এলাকাবাসীর পক্ষে যদি সেসব সমস্যা সমাধান করা না সম্ভব হয় সেক্ষেত্রে কোয়াব সেসব সমস্যা সমাধানের জন্য কাজ করবে।তিনি আরো উল্লেখ করেন এমনো জেলা আছে যেখানে ১০ বছর কোনো লিগ নেই। তাই ক্রিকেটারদের উঠিয়ে আনতে হলে প্রথমে মাঠে ক্রিকেট ফেরাতে হবে। মাঠে খেলা না থাকলে আর ক্রিকেটারদের কি কাজ।’

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »