fbpx

তিন বছর পর ওয়ানডে একাদশে তাসকিন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

 

চলতি সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে ইতোমধ্যে সিরিজ জয় করে নিয়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আজ টসে হেরে আগে ব্যাটিংয়ে নামছে টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলপতি জেসন মোহাম্মদ।

শেষ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। বাদ পড়েছেন দুই পেসার রুবেল হোসেন এবং হাসান মাহমুদ।
তাদের পরিবর্তে খেলবেন তাসকিন আহমদ এবং মোহাম্মদ সাইফউদ্দিন। এর মধ্যে দিয়ে দীর্ঘ ৩ বছর পর ওয়ানডে একাদশে ফিরলেন তাসকিন। এর আগে ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য): জর্ন ওটলে, সুনীল অ্যামব্রিস, জেসন মোহাম্মদ (অধিনায়ক), কাইল মায়ার্স, জাহমার হ্যামিল্টন, কিয়ন হার্ডিং, রভম্যান পাওয়েল, এনক্রুমাহ বোনার, রেমন্ড রেইফার, আলজারি জোসেফ এবং আকিল হোসেইন।

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •   
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »