তা‌মিমকে উত্ত্যক্ত ক‌রে কারাগা‌রে দর্শক!

শোয়েব আক্তার »

জিম্বাবু‌য়ের বিপ‌ক্ষে তিন ম্যা‌চের ও‌ডিআই সি‌রি‌জের প্রথম ম্যা‌চে জাতীয় দ‌লের তারকা ও‌পেনার তা‌মিম ইকবালকে উত্ত্যক্ত করায় পু‌লি‌শে সোপর্দ করা হ‌য়ে‌ছে এক দর্শক‌কে। তা‌মিম ইকবাল আউট হ‌য়ে ড্রে‌সিং রু‌মে ফেরার পর হা‌মিদুর রহমান না‌মে ওই দর্শক তা‌মিম ইকবাল কে উ‌দ্দেশ্য ক‌রে গা‌লিগালাজ ক‌রেন ব‌লে জানা গে‌ছে। এক পর্যা‌য়ে তা‌মিম ইকবাল ও মেজাজ হা‌রি‌য়ে ড্রে‌সিং রুম থে‌কে বে‌রি‌য়ে আসেন।

এসময় কর্তব্যরত সেচ্ছাকর্মী ও নিরাপত্তা রক্ষীরা ওই দর্শক কে আটক ক‌রে গ্যা‌লা‌রি থে‌কে বের ক‌রে নি‌য়ে যান। প্রত্যক্ষদর্শী‌দের তথ্য ম‌তে কা‌লো র‌ঙ্গের ফুলহাতা শার্ট পড়া এক ব্য‌ক্তি তা‌মিম ইকবাল কে লক্ষ্য ক‌রে বি‌ভিন্ন খারাপ ভাষায় গা‌লিগালাজ ও অশোভ আচরণ ক‌রেন। পরব‌র্তি তে নিরাপত্তা রক্ষী‌দের কাছ থে‌কে জানা যায় ওই ব্য‌ক্তির নাম হা‌মিদুর রহমান।

ড্রে‌সিং রু‌মের অনাকা‌ঙ্খিত ঘটনা সম্প‌র্কে বি‌সি‌বির নিরাপত্তা প্রধান হো‌সেন ইমামের কা‌ছে জান‌তে চাওয়া হ‌লে তি‌নি ব‌লেন, ‘এক‌টি ছে‌লে তা‌মিম কে উদ্দেশ্য ক‌রে গা‌লিগালাজ কর‌ছিল। আমরা ছে‌লে‌টি‌কে পু‌লি‌শে সোপর্দ ক‌রে‌ছি।’

উ‌ল্লেখ্য জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যা‌চের ও‌ডিআই সি‌রি‌জের প্রথম ম্যা‌চে ৪৩ বলে ২৪ রান করে এল‌বি ড‌ব্লিউ এর ফাঁ‌দে প‌ড়ে আউট হোন তামিম। সিলেট আন্তর্জা‌তিক স্টেডিয়ামে বাংলাদেশ দলের ড্রেসিংরুম গ্র্যান্ডস্ট্যান্ড গ্যালারির সঙ্গেই। আউট হওয়ার পর যখন তামিম ড্রেসিংরুমে বসে ছি‌লেন তখন গ্র্যান্ডস্ট্যান্ড গ্যালারি থেকে ওই দর্শক তামিমের সা‌থে অসৌজন্যমূলক আচরন ক‌রেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »