https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
আইপিএলে সচেন্নাই সুপার কিংসের কাছে ৮০ রানের বিশাল ব্যবধানে হেরেছে দিল্লি ক্যাপিটালস। ইমরান তাহিরের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি দিল্লি।
শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানে ওয়াটসনের উইকেট হারালেও ঘুরে দাঁড়ায় চেন্নাই। সুরেশ রাইনা এবং ডু প্লেসিস মিলে গড়েন ৮৩ রানের লম্বা জুটি। ওপেনার প্লেসিসের ব্যাট থেকে আসে ৪১ বলে ৩৯ রানের কচ্ছপ গতির ইনিংস। অন্যদিকে রাইনা করেন ৩৭ বলে ৫৯ রান। চেন্নাইর ভরসার প্রতীক অধিনায়ক ধোনি মিডল অর্ডারে নেমে ২২ বলে অপরাজিত ৪৪ রান করেন। তাছাড়া জাদেজাও খেলেন ১০ বলে ২৫ রানের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রানে থামে ধোনির দল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুর দিকে ভালো করলেও দলীয় ৫২ রানে শিখর ধাওয়ানের উইকেট হারালে শুরু হয় ছন্দপতন। দলের বাকি ব্যাটসম্যানদের মধ্যে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে ৪৪ রান আসলেও ৮ ব্যাটসম্যানের রানই ছিল এক অঙ্কের ঘরে। ফলে ১৬.২ ওভারে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায় দিল্লি ক্যাপিটালস। চেন্নাইর হয়ে বল হাতে ১২ রানের বিনিময়ে ৪ উইকেট নেন ইমরান তাহির।