নিউজ ডেস্ক »
আগামী ৮ জুলাইয়ে দর্শকশূন্য মাঠে শুরু হতে যাওয়া ইংল্যান্ড আর উইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচের টেষ্ট সিরিজের জন্য ইংল্যান্ড যেতে রাজি না উইন্ডিজের ৩ তারকার ক্রিকেটার। এই তিন ক্রিকেটার হলেন ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো, শিমরণ হেটমায়ার ও অলরাউন্ডার কিমো পল। মূলত করোনাভাইরাসের ভীতিতেই যেতে রজি না তারা।
আজ (বুধবার) উইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডাব্লিউআই) ১৪ জনের একটি স্কোয়াড ঘোষণা করেন। সিডাব্লিউআই জানায় তারা ক্রিকেটারদের ইংল্যান্ড সিরিজের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণে সাড়া দেয়া ক্রিকেটারদের মধ্য ১৪ ক্রিকেটারকে তারা বেচে নিয়েছেন। এই ১৪ জনের সাথে তারা আরো ১১ জন বাড়তি খেলোয়াড় ইংল্যান্ড সফরে নিয়ে যাবেন। যারা কেউ ইনজুরি হলে তার বদলে যোগ দেবেন।
সিডাব্লিউয়াই এক বিজ্ঞপ্তিতে আজ বলে, ‘এই মাসের ৮ তারিখে স্কোয়াডে যারা আছে তারা বিশেষ বিমান যোগে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে। এই সপ্তাহে প্রথমে তাদের কোভিড-১৯ টেষ্ট করানো হবে।’
‘ড্যারেন ব্রাভো, শিমরণ হেটমায়ার ও কমো পল আমাদের আমন্ত্রণে সাড়া দেয়নি। তারা এই ইংল্যান্ড সফরে থাকছেন না। আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান করছি। আমরা আগেই জানিয়েছিলাম কাউকে জোর করবোনা। পরবর্তী সিরিজের সিলেকশনে এটার কোন প্রভাব পড়বেনা।’ সাথে যোগ করেন তারা।
আগামী ৮ জুলাই সিরিজ শুরু হয়ে সে সিরিজ শেষ হবে জুলাইয়ের ২৮ তারিখ।
উইন্ডিজের ১৪ জনের স্কোয়াড়ঃ
জেসন হোল্ডার (অধিনায়ক), জেরামেইন ব্ল্যাকউড, নক্রুমাহ বোনার, ক্রেইগ ব্র্যাথওয়েট, শামারহ ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেজ, রাহকিম কর্নওয়াল, শেন ডুরিচ (উইকেটরক্ষক), চেমার হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, রেমন রেফার, কেমার রোচ।
নিউজক্রিকেট/আরআর