সাকিব শাওন »
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চলতি বছরের মার্চে দুইটি বিশেষ টি-টোয়েন্টি ম্যাচ (এশিয়া একাদশ ও রেস্ট অফ দ্যা ওয়ার্ল্ডের মধ্যে) আয়োজন করছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। এই ম্যাচে দুই দলে কারা খেলবেন তার একটা ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে টেস্ট ম্যাচ জেতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। সেখানে এই দুই ম্যাচ নিয়ে জিজ্ঞাসা করা হয় বিসিবি বসকে।
এশিয়া দলে শুধু যে ভারত থেকে আসবে তা নয়, নেপাল, আফগানিস্তান ও শ্রীলঙ্কা থেকেও আসবে ক্রিকেটাররা। পিএসএল চলার কারণে পাকিস্তান থেকে কেউ থাকবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এছাড়া বিশ্ব একাদশের হয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কেউ থাকবে কিনা তা নিশ্চিত না হলেও বাকি দেশগুলো থেকে তারকা ক্রিকেটাররা আসবেন খেলতে। ঢাকায় বসবে ক্রিকেটীয় তারাদের মেলা।
‘রেস্ট অফ দ্যা ওয়ার্ল্ড দলে থাকবে এক ঝাঁক তারকা। দক্ষিণ আফ্রিকা থেকে ৩-৪ জন আসছে, ওয়েস্ট ইন্ডিজ থেকে ৩-৪ জন আসছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ঐ সময় খেলা। তবুও বাইরে থাকা কারা আসতে পারে তা নিয়ে কথা হচ্ছে। তবে ইংল্যান্ড থেকে জনি বেয়ারস্টো,এলেক্স হেলস আসবে, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস, লুঙ্গি এনগিদি আছে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল,পোলার্ড আছেন। ’
বিসিবি সভাপতি জানিয়েছেন এই বিশেষ সিরিজের আগে হবে না কোন উদ্বোধনী অনুষ্ঠান। তবে ক্রিকেটীয় কিংবদন্তিদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বিসিবি।