তামিম-মুশফিকের সাথে প্রতিদ্বন্দ্বিতা আছেঃ সাকিব

নিউজ ডেস্ক »

বাংলাদেশের পঞ্চপাণ্ডবের তিন জন সাকিব আল হাসান , তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। এক সাথে খেলছেন জাতীয় দলের হয়ে অনেক প্রায় ১৩ বছরের উপরে। খেলা ছাড়াও বাস্তব জীবনে একেকজন একেজনের ভালো ও খুব কাছের বন্ধু। কিন্তু তাদের মাঝে প্রতিদ্বন্দ্বিতা আছে। ভালো করার প্রতিদ্বন্দ্বিতা। আর এমনটা জানিয়েছেন সাকিব নিজেই।

সম্প্রতি সাকিব ক্রিকবাজকের সাথে সাক্ষাৎকারে সাকিবকে সঞ্চালক হার্শা ভোগলে এক সময় জিজ্ঞেস করেন দলের সেরা তিন ব্যাটসম্যান সাকিব,তামিম, মুশফিকের মাঝে প্রতিদ্বন্দ্বী আছে কিনা। সাকিব জানান আছে তবে সেটা ভালো মানসিকতার প্রতিদ্বন্দ্বিতা।

সাকিব বলেন, ‘হ্যা অবশ্যই। আমাদের মাঝে ভালো করার প্রতিদ্বন্দ্বী আছে। একজনকে আরেকজন ছাড়িয়ে যাওয়ার প্রতিদ্বন্দ্বী আছে। কেউ আজকে ১২০ করলো কাল সেটা ছাড়িয়ে যাওয়ার প্রতিদ্বন্দ্বী আছে। এতে করে দল ভালো করে।’

সাকিব আরো বলেন, ‘আমরা প্রায় অনেকদিন এক সাথে খেলছি। আমাদের সবার ক্যারিয়ারে রান প্রায় সমান সবার। এক হাজার রান এদিক সেদিক হবে। আমরা প্রতিনিয়ত একজন এরেকজন কে ছাড়িয়ে যেতে চেষ্টা করি।’

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »