নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপ দলে থেকে তামিম ইকবালকে বাদ দেওয়ার ঘটনায় উত্তাল পুরো দেশ। বিতর্কিত এই ইস্যু নিয়ে এবার মুখ খুললেন মাশরাফি বিন মর্তুজা।
এক ভিডিও বার্তায় মাশরাফি বলেন:
”সাকিব যেহেতু ক্যাপ্টেন হয়েই গিয়েছে, সেক্ষেত্রে সাকিব নিজেই পার্সোনালি তামিমকে একটা মেসেজ দেওয়া বা একটা কল করলে আজকে এই আলোচনার জন্ম হতো না। … সাকিবই পারত তামিমকে একটা মেসেজ দিতে, বা এক মিনিট ফোনে কথা বলতে, যে আমার এই প্ল্যান আছে (তামিমকে মিডল অর্ডারে খেলানো নিয়ে), এটা তোর সাথে পরে আলোচনা করব। আমার কাছে মনে হয়, ফুল জিনিসটা এখানে চাপা পড়ে যেত।”
বিস্তারিত আসছে….