https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ এবং আয়ারল্যান্ড উভয় দলেরই। তবে বেরসিক বৃষ্টি এতটাই ঘন ছিল যে, টস পর্যন্ত দেয়া সম্ভব হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে দুই দলকে।
এদিকে বৃষ্টি চলাকালে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের টুইট অ্যাকাউন্টে বাংলাদেশের তিন ক্রিকেটার ফরহাদ রেজা, সাইফউদ্দিন এবং সাব্বির রহমানের প্র্যাকটিসের ছবি পোস্ট করে সেখানে ভুল বসত সাব্বিরের নামের জায়গায় নাম দেয়া হয়েছে বাঁহাতি ওপেনার তামিম ইকবালের!
Just before the rainfall, Farhad Reza, Mohammad Saifuddin and Tamim Iqbal got a few minutes batting practice in. Alas, the rain continues to fall. ☂️#BackingGreen ☘️🏏 pic.twitter.com/i2DyNvMdGU
— Cricket Ireland (@cricketireland) May 9, 2019
ইতোমধ্যে এই টুইটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়াতে ক্রিকেট ভক্তরা ঠাট্টা করে হাস্য রসের যোগান দিচ্ছেন বেশ জোরালোভাবেই।