তামিমের ৫ ম্যাচ খেলার কথা কোথাও শুনেননি নান্নু-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে।দলে কারা কারা আছেন এই বিষয় গুলো নিয়ে আলোচনার চেয়েও বেশি আলোচনা হচ্ছে, দেশসেরা ওপেনার তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকার বিষয়ে।

গত ২ দিন ধরে গণমাধ্যমে একটি গুঞ্জন শোনা গেছে যে, তামিম ইকবালের পিঠের সমস্যা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। আর তাই তিনি বিশ্রাম নিয়ে নিয়ে বিশ্বকাপে খেলার চিন্তা-ভাবনা করছিলেন।শুধু তাই নয়! তামিম নাকি বলেছেন তিনি বিশ্বকাপে ৫টির বেশি ম্যাচ খেলতে পারবেন না।

তামিমের এই আবদারের বিপরীতে নাকি অধিনায়ক সাকিব আল হাসানও চড়াও হয়েছিলেন। এবং আনফিট তামিমকে স্কোয়াডে রাখতে আপত্তি জানানোর পাশাপাশি, বিশ্বকাপে অধিনায়কত্ব না করার হুমকি দিয়েছিলেন। এমন কথা গুলোই ক্রিকেট পাড়ার আকাশে বাতাসে ভাসছিল।

তামিমের ৫ ম্যাচ খেলতে চাওয়ার বিষয়ে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে কথা বলতে এসে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়ে দিলেন, তারা এসব কিছুই জানতেন না। এমন কোন কথা তারা শোনেনওনি।

এই বিষয়ে গণমাধ্যমকে নান্নু জানান: এ বিষয়ে আমাদের কাছে তথ্য ছিল না। তামিম ৫টা ম্যাচ খেলবে বা অন্য কিছু কোনো তথ্য ছিল না।তবে সবার সঙ্গে আলোচনা করেই তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »