তামিমের সাথে একমত সালাউদ্দিন!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

স্থানীয় কোচদের নিয়ে তামিম ইকবালের একটি মন্তব্য এখন টক অব দ্য টাউন।তামিম বলেছেন;আমি ব্যক্তিগতভাবে মনে করি না এখন এ মুহূর্তে কেউ প্রস্তুত জাতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য। আমি সাথে এটাও বলেছি- বাংলাদেশে তিন চারজন আছে যারা সহকারী কোচ হওয়ার জন্য প্রস্তুত।

জাতীয় দলে বিদেশি কোচদের পরিবর্তে স্থানীয় কোচ নিয়োগে যখন দাবি তোলা হচ্ছে তখন তামিমের এই মন্তব্য রীতিমত আলোড়ন তৈরি করেছে। পক্ষে-বিপক্ষেও মত দিচ্ছেন কেউ কেউ। তামিমের এই মন্তব্যে পুরোপুরি একমত, স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তামিম এ-ও বলেছেন, ‘আমার কাছে মনে হয় দুই তিনজন বাংলাদেশে আছেন যারা সহকারী কোচ হওয়ার জন্য খুবই যোগ্য। আমি নিশ্চিত তারা এক দুই বছর, তিন বছর কাজ করে তাহলে জাতীয় দলের প্রধান কোচ হতে যোগ্য হয়ে উঠবে।

সালাউদ্দিন আরও বলেন; আমি মনে করি অনেক খেলোয়াড় আছে যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে খেলতে হয়তো ৫-৭ বছর লেগে গেছে, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত হতে। সেই ৫-৭ বছর যদি ক্রিকেটারদের লাগে তাহলে কোচদেরও তো সেই সময়টা লাগবে। আপনি অনেক ছেলেকেই ৫-৭ বছর ধরে টানছেন। কোনো না কোনো সময় সে রান করবে। এখন কোচও তো কোনো না কোনো সময় গিয়ে ভালো হতে পারে। তাকে সেই সময়টা দিতে হবে।’- যোগ করেন সালাউদ্দিন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »