নিউজ ডেস্ক »
ভক্তদের করোনাভাইরাসের এই কঠিন পরিস্থিতিতে কিছুটা বিনোদন দিতে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল শুরু করেছিলেন তার লাইভ শো। একে একে হয়েছে অনেক পর্ব। তামিম সিদ্ধান্ত নিয়েছেন তার শো’য়ের ইতি টানবেন আগামী ২৩ই মে। আর অতিথি হিসেবে থাকছেন পঞ্চপাণ্ডবের চার জন। তবে ব্যাক্তিগত কারণে থাকতে পারছেন না সাকিব আল হাসান।
আজ নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের সাথে লাইভের শেষে এই ঘোষণা দেন তামিম। তামিন বলেন, ‘আমি একটা কথা সবাইকে জানিয়ে দিতে চাই আগামী ২৩মে আমাদের শো শেষ হবে। আমি চেয়েছি আমাদের পঞ্চপাণ্ডবদের মিলে শেষ লাইভটা করার জন্য। কিন্তু সাকিব তার ব্যাক্তিগত কারণে আমাদের সাথে যোগ দিতে পারছে না। কিন্তু আমরা বাকি ৪ জন থাকবো।’
চার জনের মধ্য আছে মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ ও তামিম ইকবাল নিজেই।
সাকিবের লাইভে আসার ব্যাপারে বেশি ইস্যু না করার আহবান জানিয়ে তামিম আরো বলেন, ‘আমি সাকিবের সাথে ১০-১২ দিন আগে যোগাযোগ করি। কিন্তু তার ব্যক্তিগত কারণে সে আমাদের সাথে লাইভে আসতে পারছেনা। এই ব্যাপারটা নিয়ে কেউ বেশি কিছু করবেন না। আমার অনুরোধ রইলো। আমদের উচিত সবার সিদ্ধান্তকে সম্মান জানানো।’
উল্লেখ্য, তামিমের লাইভে এসেছিলেন অনেক আন্তর্জাতিক তারকাও। পঞ্চপাণ্ডবের মধ্যে ৪ জনের লাইভটি হবে আগামী ২৩ মে রাত ১০.৩০ মিনিটে। দেখা যাবে তামিমের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব থেকে।
বাংলাদেশ সময়ঃ ৪:১০ পিএম
নিউজক্রিকেট/আরআর